হোম > বিশ্ব > ভারত

‘হাসব নাকি কাঁদব’: মোদির আসনে মনোনয়ন বাতিলের পর কৌতুকাভিনেতা শ্যাম রঙ্গিলা

বারানসী লোকসভা আসনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া কৌতুক অভিনেতা শ্যাম রঙ্গিলার মনোনয়ন গতকাল বুধবার বাতিল করছে নির্বাচন কমিশন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এক ভিডিও বার্তায় রঙ্গিলা দাবি করেছেন, বারানসী আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ৫৫ জন প্রার্থীর মধ্যে প্রধানমন্ত্রী মোদি ও কংগ্রেসের প্রার্থী অজয় রায়সহ ১৫ জনকে নির্বাচনের সুযোগ দিলেও হলফনামা যাচাই-বাছাইয়ের নামে ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

মনোনয়ন প্রক্রিয়ায় একাধিক বাধার অভিযোগ করে রঙ্গিলা বলেন, কাগজপত্র জমা দেওয়া থেকে শুরু করে নানা সময়ে বেশ কয়েক ধাপে বাধার সম্মুখীন হতে হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট অফিসে অভিযোগ করলেও সেখানে তেমন কোনো সহায়তা পাইনি আমি। বরং যাচাই-বাছাই প্রক্রিয়ার নাম করে অন্যায়ভাবে আমাকে বাদ দেওয়া হয়েছে।

রঙ্গিলা আরও বলেন, ‘আজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন যে, আমার কাগজপত্রে কিছু সমস্যা ছিল। এ সময় তাঁরা আমাকে একা ডাকেন। আমার আইনজীবীকে সঙ্গে যেতে দেননি এবং আমার বন্ধুকে মারধর করা হয়েছে। মোদিজি হয়তো অভিনয় করে কাঁদতে পারেন, কিন্তু আমি এখানে কাঁদতে চাই না।’

তিনি আরও বলেন, ‘গতকাল ২৭টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, আর আজ বাতিল হয়েছে ৩২ জনের মনোনয়নপত্র। নির্বাচন কমিশনকে দেখে আমার হাসি পাচ্ছে। এখন আমি হাসব, নাকি কাঁদব?’

এ বিষয়ে বারানসী জেলা ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘আপনার (মি. রঙ্গিলা) উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। সে সময় নথিপত্রের ঘাটতিও তুলে ধরা হয় এবং আপনাকে সে সম্পর্কে অবহিতও করা হয়েছে। তাই আপনার মনোনয়নপত্র বাতিলেও কোনো অসামঞ্জস্যতা নেই। আইন মেনেই তা বাতিল করা হয়েছে।’

এর আগে গত এক দশকের ভারতের পরিস্থিতি উল্লেখ করে রঙ্গিলা বলেন, ‘২০১৪ সাল থেকে আমি নরেন্দ্র মোদির একজন কট্টর সমর্থক। মোদির সমর্থনে অনেক ভিডিও শেয়ার করেছি। রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও ভিডিও শেয়ার করেছি আমি। যাতে করে সবার মনে হয়, শুধু এখন না, আগামী ৭০ বছর আমি ভারতের জনতা পার্টিকে (বিজেপি) ভোট দেব। কিন্তু, গত ১০ বছরে মোদির কর্মকাণ্ডে পরিস্থিতি বদলে গেছে। তাই আমি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোদির বিরুদ্ধে লড়তে চাই।’

এদিকে লোকসভা নির্বাচনে বারানসীর কেন্দ্রটি ২০১৪ সাল থেকে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কারণ, সে বছর মোদি বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হন এবং সেই সঙ্গে আম আদমি পাটির চেয়ারম্যান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৩ লাখ ভোটে পরাজিত করেন।

তবে এবার পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত বারানসী বিজেপি ও কংগ্রেসের জন্য যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কারণ, ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত আসনটিতে বিজেপি সাতবার ও কংগ্রেস ছয়বার জয়লাভ করেছে। তবে বারানসীতে সমাজবাদী পার্টি কিংবা বহুজন সমাজ পার্টি কেউই জিততে পারেনি এখনো পর্যন্ত।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ