হোম > বিশ্ব > ভারত

ছাত্রীদের ব্যক্তিগত ভিডিও ফাঁস, ক্ষোভে উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়

ভারতের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বেশ কয়েকটি ‘একান্ত ব্যক্তিগত ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস। পুলিশ বলেছে, অভিযুক্ত শিক্ষার্থীকে (যিনি ভিডিও ফাঁস করেছেন) ইতিমধ্যে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে বলে দাবি করেছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভিডিও ফাঁসের কারণে কয়েকজন ছাত্রী আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে যে দাবি উঠেছে, তাকে ‘গুজব’ বলেছে পুলিশ। তবে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছেন, একজন ছাত্রী অজ্ঞান হয়ে যাওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

এনডিটিভি জানিয়েছে, পুলিশের সাইবার ক্রাইম শাখা বিষয়টি খতিয়ে দেখছে এবং পুলিশ শিগগির একটি মামলা নথিভুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

এদিকে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ছাত্রীদের গোসলের ভিডিও ধারণ করেছেন ওই বিশ্ববিদ্যালয়েরই অপর এক ছাত্রী এবং তিনি ভিডিওগুলো সিমলায় থাকা তাঁর ছেলেবন্ধুর কাছে পাঠিয়েছিলেন। এরপর ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দাবি করেছেন, এ ধরনের ভিডিওর সংখ্যা ৬০টি।

অভিযুক্ত ছাত্রী ভিডিও ফাঁস করার কথা হোস্টেল কর্তৃপক্ষের কাছে স্বীকার করেছেন বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হারজোত সিং বেইনস বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটি একটি সংবেদনশীল বিষয় এবং আমাদের বোন ও মেয়েদের মর্যাদার সঙ্গে সম্পর্কিত। আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা শান্ত হোন। অপরাধীর কাউকে রেহাই দেওয়া হবে না।’

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে