হোম > বিশ্ব > ভারত

কলকাতায় নির্যাতিতার নাম ও ছবি মুছে ফেলার নির্দেশ আদালতের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের সদস্যদের নাম-পরিচয়ও প্রকাশ্যে না আনার নির্দেশ দিয়ে এটিকে শাস্তিযোগ্য অপরাধ আখ্যা দিয়েছেন ভারতের আদালত।

মঙ্গলবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ সময় রাজ্য প্রশাসন ও পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন, নির্যাতিতার নাম, ছবিসহ অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় এগুলোকে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।

এর আগে গত সোমবার আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার নির্যাতিতার নাম উল্লেখ করার জন্য কলকাতা পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর সেই বক্তব্যটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল।

আরজি কর হাসপাতালে যখন চিকিৎসক খুনের ঘটনা ঘটে তখন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। পরে আন্দোলন ও প্রতিবাদের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সংবাদমাধ্যমকে ডেকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানানোর সময়ে তিনি নির্যাতিতা চিকিৎসকের নাম বারবার করে উল্লেখ করেছেন। সেখান থেকেই পড়ে নামটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ধর্ষণ বা যৌন হেনস্তার মতো কোনো ঘটনায় নির্যাতিতা বা তাঁর পরিবারের কারও নাম পরিচয় সামনে আনলে ২ বছর পর্যন্ত জেল এবং জরিমানাও করা হতে পারে। কিন্তু আরজি কর কাণ্ডে এসবের পরোয়া না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত চিকিৎসকের নাম ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এমনকি তাঁর লেখা প্রেসক্রিপশনও ঘুরছে দেওয়ালে দেওয়ালে।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার