হোম > বিশ্ব > ভারত

কলকাতায় নির্যাতিতার নাম ও ছবি মুছে ফেলার নির্দেশ আদালতের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার তরুণী চিকিৎসকের নাম ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারের সদস্যদের নাম-পরিচয়ও প্রকাশ্যে না আনার নির্দেশ দিয়ে এটিকে শাস্তিযোগ্য অপরাধ আখ্যা দিয়েছেন ভারতের আদালত।

মঙ্গলবার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। এ সময় রাজ্য প্রশাসন ও পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি তিনি উদ্বেগ প্রকাশ করেন, নির্যাতিতার নাম, ছবিসহ অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় এগুলোকে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।

এর আগে গত সোমবার আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার নির্যাতিতার নাম উল্লেখ করার জন্য কলকাতা পুলিশে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তাঁর সেই বক্তব্যটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছিল।

আরজি কর হাসপাতালে যখন চিকিৎসক খুনের ঘটনা ঘটে তখন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। পরে আন্দোলন ও প্রতিবাদের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, সংবাদমাধ্যমকে ডেকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানানোর সময়ে তিনি নির্যাতিতা চিকিৎসকের নাম বারবার করে উল্লেখ করেছেন। সেখান থেকেই পড়ে নামটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ধর্ষণ বা যৌন হেনস্তার মতো কোনো ঘটনায় নির্যাতিতা বা তাঁর পরিবারের কারও নাম পরিচয় সামনে আনলে ২ বছর পর্যন্ত জেল এবং জরিমানাও করা হতে পারে। কিন্তু আরজি কর কাণ্ডে এসবের পরোয়া না করেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত চিকিৎসকের নাম ও ছবি ছড়িয়ে দেওয়া হয়। এমনকি তাঁর লেখা প্রেসক্রিপশনও ঘুরছে দেওয়ালে দেওয়ালে।

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস