হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশি কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

কলকাতা প্রতিনিধি

ভারতীয় সীমান্তে আটক বাংলাদেশি কিশোরকে বিজিবির হাতে তুলে দিয়েছেন বিএসএফের কর্তারা। আজ বুধবার বিজিবি তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যায়। ১৪ বছর বয়সী ওই কিশোরের নাম সুমন। তার বাড়ি যশোরের চৌগাছা থানার হিজলি গ্রামে। 

এর আগে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পদ্মপুর গ্রাম থেকে বিএসএফ ওই কিশোরকে আটক করে। 

বিএসএফ জানিয়েছে, সুমন ভারতে বেড়াতে আসতে চাইলে অজ্ঞাত এক ব্যক্তি তাকে ভারতে আসার পথ বলে দেয়। ভারতে আসার পর পথ ভুলে পদমপুর গ্রামে ঘুরে বেড়ানোর সময় বিএসএফ তাকে আটক করে। সুমন নিজেই সাংবাদিকদের জানিয়েছে সে ভুল করে ভারতে এসেছে। এখন সে দেশে ফিরতে চায়। 

বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস গুলেরিয়া জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ চলাচল ঠেকাতে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। তবে আটক কিশোরকে মানবতা ও সদিচ্ছার ভিত্তিতে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। 

বিএসএফের পক্ষ থেকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। 
 
তবে বিএসএফের হাতে আরও চার বাংলাদেশি ধরা পড়েছে বলে জানিয়েছেন এস এস গুলেরিয়া। এই চারজন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।  

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে