হোম > বিশ্ব > ভারত

বিহার মন্ত্রিসভায় ৩১ মন্ত্রী, কংগ্রেসের ২

কলকাতা প্রতিনিধি

বিজেপির সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জোট ভাঙার খবর অনেক পুরোনো। জোট ভেঙে বিরোধী আরজেডিরসহ ৭ দলের সঙ্গে মহাজোট বেধে নতুন সরকার গঠন করেছেন নিতীশ। মোট ৩১ জনকে নিয়ে গঠিত হয়েছে নিতীশ-তেজস্বীর জুটির মন্ত্রিসভা। রাজ্যের গভর্নর ফাগু চৌহান তাদের শপথ পড়ান।

বিজেপিকে বাদ দিয়ে গড়া মন্ত্রিসভায় যোগ দিয়েছে ভারতের পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। নিতীশের নতুন মন্ত্রিসভায় কংগ্রেসের দুজন বিধায়ক পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তাঁরা হলেন—আফাক আলম এবং মুরারি লাল গৌতম।

জেডিইউ নেতা নিতীশ কুমার মুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব উপ-মুখ্যমন্ত্রী হিসাবে আগেই শপথ নিয়েছিলেন। আজ স্থানীয় সময় মঙ্গলবার বিহারের নতুন মন্ত্রীরা শপথ নেন। মোট ৩১ জনের মন্ত্রিসভায় ১৬ জনই আরজেডির। ১১ জন জেডিইউ-র। তবে বাম দলগুলো নিতীশ তেজস্বীকে সমর্থন জানালেও তাদের কেউ মন্ত্রিসভায় থাকছেন না।

নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি নিতীশ রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বও নিজের কাছেই রেখেছেন। উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বের পাশাপাশি তেজস্বীর দায়িত্বে থাকছে স্বাস্থ্য, সড়ক নির্মাণ, শহর উন্নয়ন, গৃহায়ণ ও গ্রাম উন্নয়নের মতো মন্ত্রণালয়গুলো। তেজস্বীর ভাই তেজ প্রতাপ হয়েছেন বিহারের নতুন পরিবেশ মন্ত্রী।

বিহারের মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রীসহ সব মিলিয়ে ৩৬ জন মন্ত্রী দায়িত্ব নিতে পারেন। তাই বর্তমানে মন্ত্রিসভায় ৩১ জন দায়িত্ব নেওয়ায় রাজ্যের মন্ত্রিসভায় আরও বেশ কয়েকজনকে দায়িত্ব দেওয়ার সুযোগ থাকল। নিতীশ-তেজস্বী এরই মধ্যে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত দিয়ে রেখেছেন। 

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার