হোম > বিশ্ব > ভারত

মেঘালয়ে কংগ্রেসে ভাঙন, সাবেক মুখ্যমন্ত্রী যোগ দিলেন তৃণমূলে

কলকাতা প্রতিনিধি

মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা মুকুল সাংমা তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে মেঘালয়েও এখন প্রধান বিরোধী দলের ভূমিকায় উঠে এলো তৃণমূল। গতকাল বুধবার রাতে অধ্য মেটবা লিংডোকে চিঠি দিয়ে তৃণমূলে যোগদানের কথা জানান মুকুলসহ ১২ বিধায়ক। 

বহুদিন ধরেই জল্পনা চলছিল—উত্তর-পূর্ব ভারতের মেঘালয় রাজ্যেও ফুটতে চলেছে ঘাসফুল (তৃণমূলের প্রতীক)। সেই জল্পনাই বুধবার গভীর রাতে সত্যি হলো। ৬০ সদস্যের মেঘালয় বিধানসভার ১৭ জন কংগ্রেস সদস্যের মধ্যে ১২ জনই যোগ দিলেন তৃণমূলে। 

মুকুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, রাজ্যের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট পালার সঙ্গে তাঁর মতবিরোধ বহুদিন ধরেই চলছিল। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও বিষয়টি জানান তিনি। কিন্তু কোনো সমাধান হয়নি। তাই দল ছাড়েন তিনি। 

জানা গেছে, মুকুলের দলত্যাগে বড় ভূমিকা নিয়েছেন ভারতের বিশিষ্ট ভোট কৌশলী প্রশান্ত কিশোর। মেঘালয়ে থেকে তিনি মুকুলের দলত্যাগ নিশ্চিত করেন। উল্লেখ্য, আট বছর মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন মুকুল। 

দিল্লিতে তৃণমূল সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, তাঁরা কোনো দল ভাঙছেন না। কিন্তু কেউ তাঁদের দলে এলে তাঁদের স্বাগত জানানো হবে। সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে বিরক্তি প্রকাশ করেন তিনি।  

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের