হোম > বিশ্ব > ভারত

ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং আর নেই

ঢাকা: করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং। গতকাল শুক্রবার তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিলখা সিংয়ের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। 

 শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে চণ্ডিগড়ের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

 পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বিকেল থেকেই তাঁর শরীরে করোনা পরবর্তী জটিলতা বাড়তে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ব্যাপকহারে কমে যায়। 

এর গত ১৩ জুন মারা গিয়েছিলেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। অন্যদিকে ৯১ বছর বয়সি মিলখা সিংও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁকেও মোহালির ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মিলখার স্বাস্থ্যের উন্নতি হলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

এদিকে মিলখা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় মোদি বলেন, মিলখা সিংয়ের মৃত্যুতে আমরা একজন কিংবদন্তি ক্রীড়াবিদ হারিয়েছি, যিনি অগণিত ভারতীয়দের হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিলেন। 

 ১৯৫৬ এবং ১৯৬৪ সালে মিলখা সিং অলিম্পিক টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৫৯ সালে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন মিলখা সিং। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ