হোম > বিশ্ব > ভারত

ভারতে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান 

ভারতে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান। দেশটি অভিযোগ করেছে, ভারত সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে না। এর বাইরে আরও বিভিন্ন কারণে দিল্লিতে অবস্থিত দূতাবাসের কার্যক্রম আজ রোববার থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতে আফগানিস্তান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের সহযোগিতার অভাব, আফগানিস্তানের স্বার্থ সংরক্ষণের প্রত্যাশা পূরণ না করতে পারা এবং কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতি থাকার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, সুচিন্তিত বিবেচনা, আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্ক বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস বন্ধের ঘোষণা দিচ্ছি।’ 

নিজেদের সীমাবদ্ধতার কারণে দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তান রাষ্ট্র ও এর জনগণের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে ভারত সরকারের সমর্থনের অভাবের কারণে এবং কাবুলে একটি বৈধ সরকারের অভাবে আমরা ব্যর্থ হয়েছি বলে আমাদের সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি।’ 
 
উল্লেখ্য, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় এলেও দিল্লিতে তাদের পূর্ববর্তী আশরাফ গনি সরকার নিযুক্ত দিল্লি কূটনৈতিক মিশন বন্ধ বা বাতিল করে দেয়নি। আশরাফ গনি সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই সেই থেকে এত দিন দায়িত্ব পালন করে আসছিলেন। ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ