হোম > বিশ্ব > ভারত

ভারতে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান 

ভারতে সাময়িকভাবে দূতাবাস বন্ধ করে দিচ্ছে আফগানিস্তান। দেশটি অভিযোগ করেছে, ভারত সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে না। এর বাইরে আরও বিভিন্ন কারণে দিল্লিতে অবস্থিত দূতাবাসের কার্যক্রম আজ রোববার থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ভারতে আফগানিস্তান দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের সহযোগিতার অভাব, আফগানিস্তানের স্বার্থ সংরক্ষণের প্রত্যাশা পূরণ না করতে পারা এবং কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতি থাকার কারণে দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। 

বিবৃতিতে বলা হয়েছে, সুচিন্তিত বিবেচনা, আফগানিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্ক বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস বন্ধের ঘোষণা দিচ্ছি।’ 

নিজেদের সীমাবদ্ধতার কারণে দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তান রাষ্ট্র ও এর জনগণের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে ভারত সরকারের সমর্থনের অভাবের কারণে এবং কাবুলে একটি বৈধ সরকারের অভাবে আমরা ব্যর্থ হয়েছি বলে আমাদের সীমাবদ্ধতা স্বীকার করে নিচ্ছি।’ 
 
উল্লেখ্য, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় এলেও দিল্লিতে তাদের পূর্ববর্তী আশরাফ গনি সরকার নিযুক্ত দিল্লি কূটনৈতিক মিশন বন্ধ বা বাতিল করে দেয়নি। আশরাফ গনি সরকারের নিযুক্ত রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই সেই থেকে এত দিন দায়িত্ব পালন করে আসছিলেন। ভারত এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার