হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশের ধর্মীয় স্থাপনাগুলো থেকে ৫৪ হাজার মাইক অপসারণ

ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন ধর্মীয় স্থাপনা থেকে প্রায় ৫৪ হাজার মাইক অপসারণ করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের নির্দেশ অনুসরণ করে রোববার সকাল ৭টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থাপনা থেকে ৫৩ হাজার ৯৪২টি মাইক অপসারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, ‘আজ সকাল ৭টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৫৩ হাজার ৯৪২টি মাইক সরানো হয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল অন্তত ৬০ হাজার ২৯৫টি মাইক অপসারণ করা।’ 

এ বিষয়ে, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কুমার আবাস্তি বলেছেন, ‘এ বিষয়ে জেলাগুলোতে সরকারির আদেশ প্রতিপালন করা হয়েছে এমন একটি কমপ্লায়েন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পুলিশকে ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলতে এবং তাদের সঙ্গে সমন্বয় করে অননুমোদিত মাইকগুলোর অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’ 

এর আগে, উত্তর প্রদেশ রাজ্য সরকার গত ২৪ এপ্রিল রাজ্যের ধর্মীয় স্থাপনাগুলো থেকে অবৈধ মাইক অপসারণের আদেশ জারি করেছিল। তবে, সরকারি নির্দেশের আগে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এপ্রিলের মাসের শুরুতে ধর্মীয় স্থানগুলোতে মাইকের আওয়াজ সীমিত করার নির্দেশনা জারি করেছিলেন। 

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার