হোম > বিশ্ব > ভারত

উত্তর প্রদেশে হাসপাতালের এনআইসিইউতে আগুন, ১০ নবজাতকের মৃত্যু

হাসপাতালের সামনে স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ঝাঁসির একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন এক কর্মকর্তা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা তৎক্ষণাৎ জানালা ভেঙে রোগীদের বের করার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী।

ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার বলেন, ওয়ার্ডের কর্মীদের মতে, রাত ১০টা ৩৫ মিনিট নাগাদ আগুন লাগে। ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এনআইসিইউতে–এর দুটি ইউনিটের একটিতে শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বাইরের অংশে থাকা শিশুদের দ্রুত বের করা সম্ভব হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০টি শিশু প্রাণ হারিয়েছে।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকালে এনআইসিইউতে–তে মোট ৫৪টি শিশু ভর্তি ছিল। এর মধ্যে ৪৪ টিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ–মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। নিহত ১০ শিশুর মধ্যে ৭ টির পরিচয় শনাক্ত করা হয়েছে।

হাসপাতালের বাইরে আতঙ্কিত রোগী ও তাদের অভিভাবকদের হাহাকারের দৃশ্য দেখা গেছে। অন্যদিকে, ওয়ার্ডের ভেতরে চিকিৎসা সরঞ্জামগুলো পুড়ে গেছে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যম এক্স–এ লিখেছেন, ‘ঝাঁসি জেলার মেডিকেল কলেজের এনআইসিইউতে ঘটে যাওয়া দুর্ঘটনায় শিশুদের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমি প্রার্থনা করি, শ্রী রাম তাদের আত্মার শান্তি প্রদান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ