হোম > বিশ্ব > ভারত

বাইডেনের সঙ্গে বৈঠকে রুশ-ইউক্রেন আলোচনার ওপরই জোর মোদির

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনা শান্তির পথ প্রশস্ত করবে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যকার এক ভার্চুয়াল বৈঠকের সময় ইউক্রেন ইস্যুতে মোদি এ কথা বলেন। চলমান ইউক্রেন সংকট ছাড়াও এই দুই নেতা আরও একাধিক বিষয় আলোচনা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বাইডেনের সঙ্গে আলাপকালে নরেন্দ্র মোদি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ওষুধ ও ত্রাণ সামগ্রী সহায়তা পাঠানোর ক্ষেত্রে ভারতের অবদানের কথা উল্লেখ করে বলেন—‘ভারত আশা করে, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান আলোচনা শান্তির পথ প্রশস্ত করবে”।’ 

মোদি বাইডেনকে আরও বলেন, ‘আমরা ইউক্রেনের বেসামরিক জনগণের নিরাপত্তা, তাদের জন্য মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন সরবরাহকে গুরুত্ব দিয়েছি। সম্প্রতি, বুচা শহরে নিরপরাধ বেসামরিক লোকদের হত্যার বিষয়টি খুবই উদ্বেগজনক ছিল। আমরা তৎক্ষণাৎ এর নিন্দা জানিয়ে এর নিরপেক্ষ তদন্ত দাবি করেছি।’ 

মোদি বাইডেনকে আরও বলেন, ‘এর আগে গত বছরের সেপ্টেম্বরে আমি যখন ওয়াশিংটনে এসেছিলাম তখন আপনি বলেছিলেন—ভারত-মার্কিন অংশীদারত্ব অনেক বৈশ্বিক সমস্যার সমাধানে অবদান রাখতে পারে। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। বিশ্বের দুই বৃহত্তম ও প্রাচীনতম গণতন্ত্রের দেশ হিসেবে আমরা উভয় দেশই উভয় দেশের প্রাকৃতিক অংশীদার।’ 

এর আগে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ চাইছেন এক কারণে যে—বাইডেন যেন ইউক্রেন ইস্যুতে ভারতের নিরপেক্ষ অবস্থান টলিয়ে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াতে পারেন। 

ইউক্রেন ইস্যুতে ভারতের নিরপেক্ষ অবস্থান যেমন ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়েছে, বিপরীতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের প্রশংসা পেয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে