হোম > বিশ্ব > ভারত

ভারতের আকাশে চীনা অনুপ্রবেশ বন্ধে বেইজিং–দিল্লি আলোচনা 

ভারতের লাদাখ অঞ্চলের আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতে বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসেছিল দিল্লি। ভারতের বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা চীনের সামরিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দুই দেশের মধ্যকার সর্বশেষ এই আলোচনা মূলত ভারতীয় আকাশসীমায় চীনা যুদ্ধবিমানের অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত করতেই। তবে সাম্প্রতিক সময়ে যদিও কোনো চীনা যুদ্ধবিমান ভারতের আকাশ সীমায় অনুপ্রবেশ করেনি তারপরও পূর্ব সতর্কতা হিসেবে দুই দেশের মধ্যে এই আলোচনা। এই আলোচনায় দুই দেশ একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছে। ঐকমত্য অনুসারে দুই দেশের কোনো যুদ্ধবিমানই ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশের সীমান্তরেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির ১০ কিলোমিটারের মধ্যে যুদ্ধবিমান ওড়াবে না।

তবে, সাম্প্রতিক সময়ে চীনের সশস্ত্র বাহিনী লাদাখের নিকটতম প্রতিবেশী তিব্বতে গত কয়েক মাস ধরেই সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। এই মহড়ার অংশ হিসেবে দেশটির বিমানবাহিনীও উল্লেখযোগ্য প্রদর্শনীতে অংশ নেয়। চীন, তিব্বতে একটি বিমানঘাঁটিও তৈরি করছে।

এই দুই দেশের মধ্যে আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন, তাইওয়ানে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির সফর নিয়ে বেইজিং–তাইপে–ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট চলছে। পেলোসির সফরের জবাবে চীন তাইওয়ানকে অবরুদ্ধ করে সরাসরি সামরিক মহড়া চালাচ্ছে।

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ