হোম > বিশ্ব > ভারত

রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ত্রিপুরায় পৌরসভার ভোটের তারিখ ঘোষণা

কলকাতা প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্যে প্রচারণায় বেরিয়ে হামলার শিকার হয়েছেন সাংসদ সুস্মিতা দেব। তৃণমূলের অভিযোগ, এই হামলার সঙ্গে বিজেপি জড়িত। বিজেপি অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। আজ শুক্রবার রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ত্রিপুরার পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। 

আগরতলা পুরনিগম ছাড়াও রাজ্যের ১৩টি পৌরসভা এবং নয়টি নগর পঞ্চায়েতে নির্বাচন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভোট গণনা ২৮ নভেম্বর। মোট ৩৩৪ আসনে পাঁচ লাখ ৯৪ হাজার ৭৭২ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। 

পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো জয়লাভের পর বাংলাভাষী ত্রিপুরা রাজ্যেও নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া তৃণমূল। আজ শুক্রবার প্রচারণায় নেমেই হামলার শিকার হন তৃণমূলের নেতারা। তৃণমূলের অভিযোগ, সাংসদ সুস্মিতা দেবের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে আমতলি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা অভিষেক ব্যানার্জি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব রাজ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাই ত্রিপুরায় নারী সাংসদের ওপরেও হামলা চালানো হচ্ছে। 

তবে তৃণমূলের এসব অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি পাল্টা অভিযোগ করে বলেছেন, 'ত্রিপুরায় অশান্তির সৃষ্টির পাঁয়তারা করছে তৃণমূল। রাজ্যবাসীকে শান্ত থাকার অনুরোধ করছি।'      

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ