হোম > বিশ্ব > ভারত

কলকাতায় চিকিৎসা করিয়েও বাড়ি ফেরা হলো না, মৈত্রী এক্সপ্রেসেই মৃত্যু সেলিমের

কলকাতা সংবাদদাতা

কলকাতায় চিকিৎসা করিয়ে আজ বুধবার ভারতীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে মৈত্রী এক্সপ্রেসে চড়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। সকালে মৈত্রী এক্সপ্রেসে চড়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। সে কারণে মৈত্রী এক্সপ্রেস ছাড়তে দুই ঘণ্টা দেরিও হয়। কিন্তু তিনি আর বাঁচেননি। 

ওই বাংলাদেশি যাত্রীর নাম সেলিম মাহমুদ (৬৫)। তাঁর বিস্তারিত পরিচয় জানা যায়নি। 

কলকাতা স্টেশনের রেল পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই যাত্রী কিছুদিন আগে কলকাতা আসেন চিকিৎসা করাতে। এদিন বাংলাদেশে ফিরছিলেন তিনি। 

আজ সকালে অভিবাসন দপ্তরের চেকিং শেষে ট্রেনে চড়ার পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি, পাতলা পায়খানা। অবস্থা বেগতিক দেখে তাঁকে দ্রুত কলকাতার আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

তাঁর সঙ্গে শাহনাজ পান্না নামে এক আত্মীয় ছিলেন। তিনি জানান, চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথেই এই বিপত্তি ঘটল। সেলিম অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা বিলম্বে কলকাতা ছাড়ে ট্রেনটি। 

উল্লেখ্য, বাংলাদেশ থেকে ওই ট্রেনে বহু রোগী কলকাতা চিকিৎসা করাতে আসেন। 

কলকাতায় বাংলাদেশ উপ–হাইকমিশনের এক কর্মকর্তা জানান, চিকিৎসা করাতে এতে প্রতিদিন ৬ / ৭ জন বাংলাদেশি কলকাতায় মারা যান। তাঁদের মরদেহ দ্রুত দেশে নেওয়ার জন্য মিশন থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মিশনের অন্য এক কর্মকর্তা জানান, সেলিম মাহমুদের মরদেহ দেশে নেওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁর স্বজনেরা দ্রুত মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি নিয়েছেন।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে