হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশে হিন্দু স্থাপনায় হামলাকারীদের বংশধরদের বিনাশ হবে, যোগীর অভিশাপ

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থাপনায় যেসব হামলা হচ্ছে, তা পৃথিবীকে নরক বানানোর ষড়যন্ত্র। যারা এই হামলা করছে তাদের বংশধর ও উত্তরসূরিরা ধ্বংস হয়ে যাবে। গতকাল শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সনাতন ধর্ম মানবতার রক্ষাকবচ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অযোধ্যায় পীঠাধীশ্বর শ্রীধরাচার্য মহারাজের এক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী বলেন, ‘যদি মানবতাকে রক্ষা করতে হয়, তাহলে একমাত্র উপায় হলো সনাতন ধর্মকে সম্মান করা। যদি সনাতন ধর্ম নিরাপদ থাকে, তবে বিশ্বের সবাই নিরাপদ থাকবে।’

যোগী আদিত্যনাথ আরও বলেন, ‘সনাতন ধর্মের সুরক্ষা শুধু ভারতের আধ্যাত্মিক পরিচয়ের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বৈশ্বিকভাবে মানবতার কল্যাণের জন্যও অত্যাবশ্যক। এটা আমাদের সৌভাগ্য যে, আমাদের দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নত, বিকশিত ভারতের দিকে এগিয়ে যাচ্ছে।’

এ সময় যোগী আদিত্যনাথ হিন্দু ধর্মের উপাসনালয়গুলোর ওপর হামলার নিন্দা করেন। পাশাপাশি তিনি বাংলাদেশেও একই ধরনের হামলা সংঘটিত হচ্ছে বলে দাবি করেন। তিনি বলেন, ‘বাংলাদেশে কী হচ্ছে, তা দেখুন। এর আগে পাকিস্তান ও আফগানিস্তানে কী ঘটেছিল? আমি জানতে চাই, কারা ছিল সেই লোক, যারা দেশের সনাতন ধর্মের গৌরবময় স্থানগুলো ধ্বংস করেছে এবং কেন তারা এটি করেছে?’

বাংলাদেশে হিন্দুধর্মীয় স্থাপনাগুলোর ওপর আক্রমণের প্রসঙ্গ টেনে আদিত্যনাথ এটিকে ‘পৃথিবীকে নরক বানানোর ষড়যন্ত্র’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই বর্বর কাজগুলো—হোক সেটা অযোধ্যার রাম জন্মভূমি, মথুরার কৃষ্ণ জন্মভূমি কিংবা সাম্ভালের হরিহর ভূমিতে—এই মন্দিরগুলো ধ্বংস, অপবিত্র বা কলুষিত করে। তবে যারা এই মন্দিরগুলো অপবিত্র করেছে, তাদের বংশধর ও উত্তরসূরি ধ্বংস হয়ে যাবে।’ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী এ সময় আবারও বলেন, সনাতন ধর্মই একমাত্র উপায়, যা বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারে।

অযোধ্যা ধামে ‘অষ্টোত্তরশত-১০৮ শ্রীমদ্ভাগবত পাঠ, পঞ্চনারায়ণ মহাযজ্ঞেও’ অংশ নেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে তিনি বলেন, ‘এই পঞ্চনারায়ণ মহাযজ্ঞ পরিবেশের পরিশুদ্ধি, ভারতের সুরক্ষা এবং সনাতন ধর্ম সংরক্ষণের ভিত্তি হয়ে উঠুক এবং সব ভারতবাসী ও সনাতন ধর্মের অনুসারীরা এর পূণ্যলাভ করুন।’

এর আগে, ২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরটি উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের পর ঐতিহাসিক বাবরি মসজিদের এই জমি হিন্দুদের কাছে জমি হস্তান্তর করা হয়।

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার