অতি বর্ষণে বিদ্যালয় প্রাঙ্গণ প্লাবিত। তবে পাঠদান বন্ধ রাখার মতো অবস্থা হয়নি। শিশুরা এসেছে সময়মতো। প্রাঙ্গণে জমেছে পানি। শিক্ষক তো আর জুতা ভেজাতে পারেন না! তাই শিশুশিক্ষার্থীরা পানিতে নেমে চেয়ার পেতে শিক্ষককে ক্লাসে প্রবেশে সহায়তা করেছে।
এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি উত্তর প্রবেশ রাজ্যের। ভিডিও ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষ ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওর কমেন্টে ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। তাঁরা এটিকে কোনোভাবেই ‘গুরুভক্তি’ বলে মানতে নারাজ!
ভিডিওতে দেখা যাচ্ছে, পানিতে দাঁড়িয়ে শিশুশিক্ষার্থীরা সারি করে প্লাস্টিকে চেয়ার পেতে রেখেছে। আর শিক্ষক একটা একটা করে চেয়ারে পা দিয়ে শুকনো জায়গায় গিয়ে নেমেছেন। ঘটনাস্থল উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলা।
গত বুধবার টানা বর্ষণে স্কুল ভবনে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতি তৈরি হয়।