হোম > বিশ্ব > ভারত

ব্যাংকে আছে পিকেদের ৩০০ কোটি রুপি

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশে অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার প্রশান্ত কুমার (পি কে) হালদার এবং তাঁর পাঁচ সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ভারতের অর্থনৈতিক অপরাধের তদন্তে নিযুক্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গতকাল মঙ্গলবার আদালতে তাঁরা ১০০ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে।

আদালত সূত্রে জানা গেছে, অভিযোগপত্রে পি কে ও তাঁর সঙ্গীদের বিশাল অর্থরাশির কথা উল্লেখ আছে। বলা হয়েছে পি কেদের অন্তত ৮৮টি ব্যাংক হিসাবে ও ৩০০ কোটি রুপির সন্ধান পেয়েছে ইডি। সেই সঙ্গে বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশের অভিযোগ ছাড়াও জেলবন্দী ৬ আসামির বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও আনা হয়েছে।

গত ১৪ মে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরসহ অন্যান্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয় প্রশান্ত কুমার হালদার ও তাঁর ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার ওরফে পৃথ্বীশ হালদার, স্বপন মৈত্র ওরফে স্বপন মিস্ত্রি, উত্তম মৈত্র ওরফে মিস্ত্রি, আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।
গতকাল অভিযোগপত্র পেশের পর দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে বলে অনেকেই মনে করছেন। তবে তার আগে ভারতে সাজা ভোগ করতে হতে পারে বলেও আইনজীবীরা মনে করছেন।

সর্বশেষ ১৪ দিনের জেলহাজত শেষে গত ৫ জুলাই পি কে হালদার এবং তাঁর পাঁচ সহযোগীকে আদালতে হাজির করে জামিনের আবেদন করা হয়। তবে কলকাতার নগর দায়রা আদালতের বিচারক জীবন কুমার সাধু জামিনের আবেদন নাকচ করে তাঁদের আরও ১৫ দিনের জন্য জেলে হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২১ জুন পি কে ও তাঁর সহযোগীদের আদালতে হাজির করা হয়। সেদিনও জামিন আবেদন নাকচ করে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। তারও আগে গত ৭ জুন পি কে হালদারসহ ছয়জনকে ১৪ দিনের কারা হেফাজতের নির্দেশ দিয়েছিলেন আদালত। 
সরকার পক্ষের বক্তব্য, পি কে এবং তাঁর সঙ্গীদের কাছ থেকে প্রচুর অর্থ ও বেনামি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। এখনো তদন্ত চলছে। তাই জামিনের বিরোধিতা করা হয়।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার