হোম > বিশ্ব > ভারত

পাগল হয়ে ভারতে, সুস্থ হয়ে ২১ বছর পর বাংলাদেশে ফিরলেন যুবক

অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরছে। প্রায় ২১ বছর পর ভারত থেকে বাংলাদেশে ফিরছেন বাংলাদেশি যুবক এম রহমান। মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে চলে যাওয়া রহমানকে পরিবারের সঙ্গে মিলিত হতে সাহায্য করছে মহারাষ্ট্রের কারজাতভিত্তিক সংস্থা শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ২০০২ সালে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রহমান বাড়ি থেকে চলে যান। একপর্যায়ে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েন ভারতে। এরপর কেটে গেছে ২১টি বছর। এই সময়ের মধ্য রহমান অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। রপ্ত করে নিয়েছেন হিন্দি ভাষা। 

গত ঈদুল আজহার দুদিন আগেই অর্থাৎ ২৭ জুন রহমানের দেশে ফেরার কথা ছিল। কিন্তু কাগজপত্রের জটিলতা থাকায় তখন তাকে দেশে ফেরানো সম্ভব হয়নি। দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত হয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় রহমানকে তার স্বজনদের কাছে তুলে দিতে আসেন মানসিক ভারসাম্য হারিয়ে ইতস্তত ঘুরে বেড়ানো মানুষদের সাহায্যার্থে কাজ করা প্রতিষ্ঠান শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের কর্মকর্তা নিতীশ শর্মা এবং মনোবিজ্ঞানী ড. স্বরালি কুণ্ডলিকার। 

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বাড়ি ফিরতে পেরে কেমন লাগছে, এমন প্রশ্নের জবাবে রহমান বললেন, ‘ম্যায় খুশ হু’ অর্থাৎ আমি অনেক খুশি। 

ছেলে ঘরে ফেরায় খুশি রহমানের বাবা শহিদুল ইসলামও। পেশায় সাবেক এই সেনা কর্পোরাল ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে ছেলের ঘরে ফেরার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমার ছেলে কাগজপত্রের অভাবে সীমান্ত পার হতে না পারায় আমরা একসঙ্গে ঈদ করতে পারিনি। তবে ছেলে ঘরে ফেরায় এখন উদ্যাপন করার আরও অনেক উপলক্ষ তৈরি হবে।’ 
 
শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন তিন দশক আগে তাদের যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষকে রহমানের মতো তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন। সংস্থাটি কোভিডের আগের বছর অর্থাৎ ২০১৯ সালে রাস্তার ধারে রহমানকে খুঁজে পায় এবং পরে নিজেদের হাসপাতালে নিয়ে যায়। শুরু হয় তাঁর চিকিৎসা। ফলাফলও মিলতে শুরু করে দ্রুতই। 
 
এ বিষয়ে রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশনের মনোরোগ বিশেষজ্ঞ ড. স্বরালি কুণ্ডলিকার বলেন, ‘কোভিড-১৯ মহামারি চলাকালে রহমান হাসপাতালটিতেই ছিল এবং তার চিকিৎসার বেশ অগ্রগতি হয়েছিল।’ তিনি জানান, সমাজকর্মী নিতীশ শর্মা রহমানকে খুঁজে বের করতে এবং শনাক্ত করতে তার ভূমিকা পালন করেন। 

নিতীশ শর্মাই মূলত রহমানের সঙ্গে কথা বলে নাম-পরিচয় খুঁজে বের করেন এবং তার ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করেন। নিতীশ শর্মা বলেন, ‘আমরা তাকে রাস্তার ধারে একটি খবরের কাগজ হাতে বসে থাকতে দেখি। পরে তাকে আমরা এখানে নিয়ে আসি এবং যেহেতু আমি বাংলা বলতে পারি তাই তার সঙ্গে কথা বলে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি। তবে এতে আমাদের বেশ কয়েক মাস লেগেছিল।’ 

তবে রহমানকে বাড়ি ফেরানোর প্রচেষ্টা শুরু হয় মূলত কোভিড-১৯ পরবর্তী সময়ে। ২০১৯ সালে আহমেদনগরভিত্তিক বেসরকারি সংস্থা ‘স্নেহালয়’ ২০২১ সালের ১৫ আগস্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। যেখানে অতিথি হিসেবে বাংলাদেশের নোয়াখালীর গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমার দাসকে অতিথি করা হয়েছিল। সেই অনুষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে অন্তত দেড় শ তরুণ ৭৫ দিনব্যাপী সাইকেল র‍্যালির যাত্রা শুরু করে। সেই সাইকেল র‍্যালি শুরু হয় ২০২১ সালের ২ অক্টোবর। সেই সাইকেল র‍্যালি এবং রাহা নবকুমার দাসের চেষ্টায় খুঁজে পাওয়া যায় রহমানের পরিবারকে। সে সময়ই বেশ কয়েকবার ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলে রহমান। 

বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রদ্ধা রিহ্যাবিলিটেশন ফাউন্ডেশন। তাদের সহযোগিতায় সব বাঁধা পেরিয়ে ঘরে ফেরে রহমান।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা