হোম > বিশ্ব > ভারত

কংগ্রেসের প্রেসিডেন্ট পদ নয়, মুখ্যমন্ত্রিত্বই বেছে নিলেন অশোক গেহলট 

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়াই না করার ঘোষণা দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। রাজস্থানে দলীয় বিধায়কদের বিদ্রোহ প্রশমিত করতেই ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে তিনি দলীয় প্রেসিডেন্টের পদে নির্বাচন থেকে নিজেকে তুলে নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, তিনি তাঁর দলীয় প্রধানের পদে লড়ার বিষয় নিয়ে রাজস্থানের রাজনীতিতে উদ্ভূত সংকটের জন্য সোনিয়া গান্ধীর কাছে ক্ষমা চাইবেন। সোনিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে অশোক গেহলট নিজের মুখ্যমন্ত্রিত্ব নিশ্চিত করতে চাইছেন বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। যদিও অশোক গেহলট বলেছেন, কংগ্রেসের প্রধান হিসেবে সোনিয়া গান্ধীই নির্ধারণ করবেন কংগ্রেসে মুখ্যমন্ত্রীর পদে কে থাকবে। 

রাজস্থানে কংগ্রেসের রাজনীতিতে অশোক গেহলটের প্রতিদ্বন্দ্বী রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট। কংগ্রেসের দলীয় নীতি অনুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় এবং রাষ্ট্রীয় দায়িত্বে থাকতে পারবে না। কিন্তু অশোক গেহলট ধারণা করেছিলেন তিনি এই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একই সঙ্গে কংগ্রেসের প্রেসিডেন্ট এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু তাঁর এই মনোবাসনা প্রকাশের পর কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী জানান, তাঁর বিশ্বাস—দলীয় নিয়মনীতি কঠোরভাবে মেনে চলা হবে। 

রাহুলের এমন মন্তব্যের পরপরই অশোকের রাজস্থানে গৃহদাহ দেখা দেয়। রাজস্থানের বিধানসভার কংগ্রেস দলীয় অন্তত ৯০ জন বিধায়ক একযোগে পদত্যাগের হুমকি দেন। এই হুমকির পর ধারণা করা হচ্ছিল অশোক গেহলট যদি কংগ্রেসের দলীয় প্রধান হন তবে তাঁর জায়গায় রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে পারেন তারই প্রতিদ্বন্দ্বী শচীন পাইলট। কিন্তু আজ গেহলটের দেওয়া স্বীকারোক্তির মাধ্যমে সকল নাটকের অবসান হলো। তবে, তাঁর মুখ্যমন্ত্রিত্ব নিরাপদ কিনা তা নির্ধারণ করবেন সোনিয়া 

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস