হোম > বিশ্ব > ভারত

আসামে গরু পাচার রুখতে হচ্ছে নতুন বিল

প্রতিনিধি, কলকাতা

বাংলাদেশের সীমান্তবর্তী আসাম রাজ্যের বিধানসভায় বাজেট অধিবেশনের প্রথম দিন গো–সুরক্ষা আইন প্রস্তাব করা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বিলটি পেশ করে বলেছেন, গরু পাচার রুখতে কড়া আইন চাইছে সরকার।

আসামের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতিবছর রাজ্য দিয়ে হাজার কোটি রুপির গরু বাংলাদেশে পাচার হয়। এই গরু পাচার রুখতে সব রকম ব্যবস্থা নিচ্ছে সরকার। কিন্তু প্রচলিত আইনে এই পাচার রোখা সম্ভব হচ্ছে না।

গো-সুরক্ষা বিলে বলা হয়েছে, ১৪ বছরের কম কোনো গরুকে জবাই করা যাবে না। জবাই করার আগে 'জবাইয়ের উপযুক্ত' এই শংসাপত্রও লাগবে। দুধ দিচ্ছে এমন গরু জবাই করাও নিষিদ্ধ হয়েছে।

মুখ্যমন্ত্রীর মতে, গরু হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র প্রাণী। তাই হিন্দুদের ভাবাবেগের প্রতি মর্যাদা দিয়ে যেখানে–সেখানে গরু জবাইয়েরও তিনি বিরোধিতা করেন। গবাদিপশুর ওপর হিংসাও বন্ধ করতে চায় সরকার।

১৬ জুলাই আসামে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের বাজেট অধিবেশন। সেই অধিবেশনের প্রথম দিনই গো-সুরক্ষা আইন পেশ করা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি।

বিরোধীদের অভিযোগ, রাজ্য সরকার মানুষের থেকেও গরুকে বেশি গুরুত্ব দিচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিরোধীরা আলোচনা করতে চাইলে সরকার রাজি হয়নি। তাই কালা দিবস পালন করেন বিরোধীরা।

গো-সুরক্ষা বিল প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ, পাচার সিন্ডিকেটের সঙ্গে বিজেপি নেতারাই জড়িত। গত পাঁচ বছর রাজ্যে বিজেপিরই সরকারে ছিল, মনে করিয়ে দেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া।

উল্লেখ্য, আসামের সঙ্গে বাংলাদেশের ২৬৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এর মধ্যে নৌ সীমান্ত রয়েছে প্রায় ১২০ কিলোমিটার। স্থল সীমান্তের প্রায় পুরোটাই কাঁটাতারের বেড়া দেওয়া।

বিএসএফ সূত্রের খবর, ২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৪ লাখ ৭৬ হাজার ৩৫টি গরু পাচারকালে উদ্ধার হয়।

উল্লেখ্য, গরু পাচারে যুক্ত থাকার অভিযোগে বিএসএফের এক কমান্ড্যান্টকে গ্রেপ্তার করেছেন ভারতীয় গোয়েন্দারা।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ