হোম > বিশ্ব > ভারত

ঝাড়খণ্ডের জেলাগুলোকে ‘বাংলাদেশে’ পরিণত করছে রাজ্য সরকার: বিজেপি মন্ত্রী

গিরিরাজ সিং। ছবি: পিটিআই

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং বলেছেন, ঝাড়খণ্ডে ক্ষমতাসীন জনমুক্তি মোর্চা (জিএমএম) ও কংগ্রেসের জোট সরকার রাজ্যের কতিপয় জেলাকে বাংলাদেশ এবং রাজ্যের রাজধানী রাঁচিতে পাকিস্তানের শহর করাচিতে পরিণত করার চেষ্টা করছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের এক দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ গিরিরাজ সিংয়ের এই মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছে। গতকাল মঙ্গলবার গিরিরাজ সিং বলেছেন, ‘হেমন্ত সরেনের নেতৃত্বে জোট সরকার রাঁচিকে করাচি এবং দুমকা, সাহেবগঞ্জ ও দেওঘরকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে।’

বিহারের রাজধানীর পাটনা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় গিরিরাজ সিং আরও বলেন, ‘বোরকা পরিহিতা নারীদের ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করা উচিত।’ গিরিরাজ সিং বলেন, ‘বোরকা পরা নারীদের পরিচয় যাচাই করা উচিত। নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এটা জরুরি।’

এ সময় ভারতের কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে উদ্দেশ করে বলেন, ‘সমাজে ঘৃণা ছড়ানো এবং ভোটারদের সাম্প্রদায়িকভাবে বিভক্ত করার চেষ্টা করছে কংগ্রেস।’

গিরিরাজ সিং বলেন, ‘হেমন্ত সরেন এবং কংগ্রেস মিলে রাঁচিকে করাচিতে পরিণত করার চেষ্টা করছে। দুমকা, সাহেবগঞ্জ এবং দেওঘরকে বাংলাদেশে পরিণত করার পরিকল্পনা করছে। কংগ্রেস এবং তাদের সহযোগীরা আমাদের বিভক্ত করতে চায়। ভোটারদের নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরিবারের মহিলাদের সম্মান রক্ষার কথা ভেবে ভোট দিতে হবে।’

বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘ঝাড়খণ্ডে আইনশৃঙ্খলা রক্ষায় সরেন সরকার ব্যর্থ হয়েছে।’ সেই সঙ্গে তিনি আরও দাবি করেন, রাজ্যে হিন্দুদের জনসংখ্যা কমে যাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় নেতারা সমাজে ঘৃণা ছড়াচ্ছেন।’

উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ২০ নভেম্বর। এই দফায় মোট ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় গত ১৩ নভেম্বর ৪৩টি আসনে ভোট হয়েছে।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ