হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে বিজেপি নেতাকে নিজ অফিসে গুলি করে হত্যা 

ভারতের দিল্লিতে বিজেপি নেতা সুরেন্দ্র মতিয়ালাকে তাঁর অফিসে দুই দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিয়ালা দিল্লির দারকায় নিজ অফিসে ভাতিজার সঙ্গে টিভি দেখছিলেন। এ সময় দুজন কাপড়ে মুখ ঢাকা দুই ব্যক্তি অফিসে ঢুকে মতিয়ালাকে মারধর শুরু করে। একপর্যায়ে কাছ থেকে তাঁকে ৪–৫ রাউন্ড গুলি করে পালায়। দুই ঘাতককে এখনো চিহ্নিত করা যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারী মোট ৩ জন ছিল, যার মধ্য দুজন অফিসে ঢুকে মতিয়ালাকে হত্যা করে। আর অপরজন বাইরে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। হত্যার পর তাঁরা তিনজনই ওই মোটরসাইকেলে চেপে পালান।

মতিয়ালার ছেলে এনডিটিভিকে বলেছেন, ‘আমার বাবার কারো সঙ্গে শত্রুতা ছিল না। আশা করছি পুলিশ দ্রুত ঘাতকদের চিহ্নিত ও আটক করবে।’

এদিকে মতিয়ালার পরিবার এ ঘটনায় জড়িত সন্দেহভাজন কারও নাম পুলিশকে জানায়নি। তবে নাটকীয় এ খুন ব্যক্তিগত বিরোধের জেরে হতে পারে বলে ধারণা করছে দিল্লি পুলিশ। বিভিন্ন সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তির সঙ্গে জায়গা–জমি নিয়ে বিরোধ ছিল মতিয়ালার, এটিকেই সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

দারকা পুলিশের ডেপুটি কমিশনার হর্শবর্ধন বলেছেন, ‘দিল্লি পুলিশের পাঁচটি অভিযানকারী দল ওই তিন ঘাতককে ধরতে মাঠে নেমেছে। তা ছাড়া ঘটনার আরও সূক্ষ বিশ্লেষণের জন্য ওই এলাকার সিসিটিভি ফুটে সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার