হোম > বিশ্ব > ভারত

বন্ধুত্ব থাকলে পাকিস্তানকে আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম: ভারতীয় মন্ত্রী

পাকিস্তানের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে নয়াদিল্লি ইসলামাবাদকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চেয়েও বেশি সহায়তা দিত। এমনটাই বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গতকাল রোববার জম্মু ও কাশ্মীরের বান্দিপুরা জেলায় একটি নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রাজনাথ সিং ওই নির্বাচনী প্রচারণা সভায় কথা বলার সময় জম্মু ও কাশ্মীরের জন্য ২০১৪-১৫ সালে নরেন্দ্র মোদি ঘোষিত উন্নয়ন প্যাকেজের কথা উল্লেখ করেন। 

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ সময় বলেন, ‘জম্মু ও কাশ্মীরের উন্নয়নে ২০১৪–১৫ সালে বিশেষ প্যাকেজ ঘোষণা করেন মোদিজি। যা এখন ৯০ হাজার কোটি রুপিতে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে পাকিস্তান যে অর্থ চেয়েছে, এটা তার চেয়ে অনেক বেশি।’ 

এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির একটি মন্তব্যের কথা স্মরণ করিয়ে দেন বিজেপির অন্যতম শীর্ষ এই নেতা। অটল বিহারি বাজপেয়ি বলেছিলেন, ‘আমরা বন্ধু বদলাতে পারি, কিন্তু প্রতিবেশী বদলাতে পারি না।’ 

রাজনাথ সিং বলেন, ‘আমার পাকিস্তানি বন্ধুরা, আমি আপনাদের বলছি। সম্পর্কের টানাপোড়েন কেন? আমরা তো প্রতিবেশী। সুসম্পর্ক থাকলে আমরা আইএমএফের চেয়ে বেশি টাকা দিতাম আপনাদের।’ ভারত কাশ্মীরের উন্নয়নে অর্থ দিলেও পাকিস্তান ভুল পথে দিচ্ছে বলেও দাবি করেন রাজনাথ।

বিজেপির জাতীয় সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, কর্ণাটকে পুলিশের শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার