হোম > বিশ্ব > ভারত

ফোনে আড়িপাতার তদন্তে সহযোগিতা করেনি মোদি সরকার: সুপ্রিম কোর্ট 

কলকাতা প্রতিবেদক

বিরোধী দলের নেতাদের পাশাপাশি প্রভাবশালীদের ফোনে আড়িপাতার বিষয়ে শুরু হওয়া তদন্তে সহযোগিতা করছে না ভারত সরকার। আজ বৃহস্পতিবার ভারতের সর্বোচ্চ আদালত বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। সুপ্রিম কোর্ট কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রাথমিক রিপোর্ট উদ্ধৃত করে এই মন্তব্য করেছেন আদালত। 

আদালত জানিয়েছেন, বিশেষজ্ঞ কমিটি ‘স্পাইওয়্যার’ দিয়ে আড়িপাতার তদন্তে নেমে ২৯ টির কেসের মধ্যে ৫ টিতে ইজরায়েলি পেগাসাস স্পাইওয়্যারের উপস্থিতির প্রমাণ পেয়েছে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য আসেনি। তবে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ মোদি সরকারকে আরও বেশি সমালোচিত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ সরকারকে পেগাসাস মামলা থেকে অব্যাহতি দেওয়ার বদলে বৃহস্পতিবার অসহযোগিতার অভিযোগ সামনে এনেছে সুপ্রিম কোর্ট। 
 
ইসরায়েলি প্রতিষ্ঠান নির্মিত পেগাসাস সফটওয়্যারের মাধ্যমে ভারতে বিশিষ্টজনেদের ফোনে আড়িপাতা হতো। এই অভিযোগে বিরোধীরা দ্বারস্থ হয়েছিলেন সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে ডিভিশন বেঞ্চ গত বছরের ২৭ অক্টোবর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। সেই কমিটিতে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আরভি রবিচন্দ্রন ছাড়াও দুজন সাইবার বিশেষজ্ঞ ছিলেন। 

গতকাল বুধবার কমিটি তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেশ করে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানান, ২৯টি ফোন পরীক্ষার পরে ৫ টিতে পেগাসাস পাওয়া গিয়েছে। প্রধান বিচারপতি রামানার স্পষ্ট মন্তব্য, ‘সরকারের পক্ষ থেকে তদন্তে কোনো সহযোগিতা করা হয়নি।’ 

প্রধান বিচারপতির এই মন্তব্যের মাধ্যমে ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বিরোধী পক্ষের নেতা নেত্রীসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ফোনে আড়িপাতার অভিযোগকেই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল বলে মনে করছে বিরোধীরা। ফলে পেগাসাস ইস্যুতে আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে ভারতীয় রাজনীতি। 

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর