হোম > বিশ্ব > ভারত

ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় শীর্ষে ভারতীয়রা, বেশির ভাগই যুক্তরাষ্ট্রে

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে প্রথম স্থানে চলে এসেছে ভারত। এর সঙ্গে তাল মিলিয়ে একের পর এক ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় এগিয়ে আছেন কানাডার নাগরিকেরাও। 

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্যারিস ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক: ২০২৩-এ প্রকাশিত ওইসিডির এক প্রতিবেদন অনুসারে, ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয়রা। এ ছাড়া ২০২১ ও ২০২২ সালে ধনী দেশের নাগরিকত্ব নেওয়া ১৭৪ শতাংশ বৃদ্ধির রেকর্ড করেছে কানাডা। 

গত বছরেও সদস্যবহির্ভূত দেশের নাগরিকদের ওইসিডি দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার সংখ্যা সর্বোচ্চ ছিল। এ সময় ২০২১ সালের তুলনায় ২৫ শতাংশ বেড়ে প্রায় ২৮ লাখ বিদেশি নাগরিক ওইসিডি দেশের নাগরিকত্ব নেন। 

প্রতিবেদনটিতে ২০২২ সালের ডেটার উৎস দেশ সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকলেও, ২০১৯ সাল থেকে ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেওয়া বিদেশিদের মধ্যে ভারতীয়রা সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

 ২০২১ সালে প্রায় ১ দশমিক ৩ লাখ ভারতীয় ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১ দশমিক ৫ লাখ। ২০২১ সালে এ প্রতিযোগিতায় চীন পঞ্চম স্থান দখল করে। ওই বছর ৫৭ হাজার চীনা ওইসিডি দেশের নাগরিকত্ব নেন। 

৩৮ সদস্যবিশিষ্ট ওইসিডি দেশের মধ্যে যে তিনটি দেশ ভারতীয় অভিবাসীদের সর্বাধিক নাগরিকত্ব দিয়েছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্র (৫৬ হাজার), অস্ট্রেলিয়া (২৪ হাজার) ও কানাডা (২১ হাজার)।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে