হোম > বিশ্ব > ভারত

জামিন পেলেন অধিকারকর্মী তিস্তা শীতলাবাদ

গত জুন মাস থেকেই জেলে বন্দী ভারতের আলোচিত অধিকারকর্মী তিস্তা শীতলাবাদ। ২০০২ সালে গুজরাট দাঙ্গার বিষয়ে শীতলাবাদের বিরুদ্ধে জালিয়াতির আশ্রয় নিয়েছেন এবং ভুল তথ্য ছড়িয়েছেন এই অভিযোগে তাঁকে আটক করা হয়েছিল। অবশেষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। ভারতের সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর তিস্তা শীতলাবাদ ‘গুজরাট সরকারকে অস্থিতিশীল’ করার চেষ্টা করেছিলেন এমন অভিযোগ এনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। এর আগে, গত ৩ আগস্ট শীতলাবাদ গুজরাট হাইকোর্টে গিয়েছিলেন জামিনের জন্য। সেসময় গুজরাট হাইকোর্ট ৬ সপ্তাহ পর বিষয়টির শুনানির দিন ধার্য করেছিলেন। আজ শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত জামিনের বিষয়ে গুজরাট হাইকোর্টে শুনানি শুরুর নির্দেশ দেন। 

ভারতের প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের বেঞ্চ গুজরাট হাইকোর্টের বিষয়টি আমলে নিয়ে মন্তব্য করেন, ‘বিষয়টি বিচারাধীন থাকার সময় হাইকোর্টের তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদনটি বিবেচনা করা উচিত ছিল। এই বিষয়টি আমলে নিতে হবে যে—এই সময়ের মধ্যে জনাবা শীতলাবাদকে ৭ দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপরও তাঁকে বিচার বিভাগের হেফাজতে আটক করে রাখা হয়েছে।’ 

এর আগে, গত জুনের শেষ দিকে তিস্তাসহ আরও দুজনের বিরুদ্ধে একই অভিযোগ আনা হয়। অভিযোগপত্রে শীতলাবাদের পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তা আরবি শ্রীকুমার ও সঞ্জয় ভাটের নামও ছিল। এই দুজনের বিরুদ্ধে আরও অভিযোগ তাঁরা গুজরাট পুলিশকে দাঙ্গা রুখতে বাঁধা দিয়েছিলেন। 

এদিকে, শীতলাবাদকে গ্রেপ্তারে আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিস্তা শীতলাবাদ গুজরাট দাঙ্গার বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইমেজ ধূলিসাৎ করতে চেষ্টা করছেন। অমিত শাহের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হন তিস্তা শীতলাবাদ। 

অমিত শাহ বলেছিলেন, ‘আমি বিচারের রায় খুবই সতর্কভাবে পড়েছি। রায়ে স্পষ্টভাবে তিস্তা শীতলাবাদের নাম উল্লেখ করা হয়েছে। তাঁর এনজিওর নামও উল্লেখ করা হয়েছে—এই মুহূর্তে আমি তাঁর এনজিওর নাম মনে করতে পারছি না। তাঁরা পুলিশকে দাঙ্গার বিষয়ে ভিত্তিহীন তথ্য দিয়েছিল।’

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত