হোম > বিশ্ব > ভারত

ভারতে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ দুই বোনের বিষপানে আত্মহত্যা

ভারতের রাজস্থানে হয়রানির শিকার হয়ে অপ্রাপ্তবয়স্ক দুই মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার এ ঘটনা ঘটেছে। তারা আপন দুই বোন। এ ঘটনায় এক বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাজস্থান পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগী মেয়ে দুটির বাবা বলেন, তারা রাজস্থানের পিপাল খুঁট নামের একটি গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত। সেখানে থাকাকালে তিনজন ছেলে তাদের হয়রানি করে। 

অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।  

ভারতের বাঁসওয়ারা শহরের পুলিশের আইজি এস পরিমল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ঘানটালি থানা থেকে দুই অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিষপানের তথ্য পেয়েছি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে।’ 

এস পরিমল আরও বলেন, ‘তাদের স্বজনেরা বলেছেন, মেয়ে দুটি রাজস্থানের পিপাল খুঁট গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং তাদের একটি প্রাপ্তবয়স্ক ছেলে ও তার দুই বন্ধু মিলে হয়রানি করত। তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।’ 

বিজেপির রাজস্থান প্রধান এবং রাজ্যের বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোর এ ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছে এবং বলেছেন, ঘটনাটি রাজ্যের আইন ও শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু