হোম > বিশ্ব > ভারত

ভারতে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ দুই বোনের বিষপানে আত্মহত্যা

ভারতের রাজস্থানে হয়রানির শিকার হয়ে অপ্রাপ্তবয়স্ক দুই মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার এ ঘটনা ঘটেছে। তারা আপন দুই বোন। এ ঘটনায় এক বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাজস্থান পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগী মেয়ে দুটির বাবা বলেন, তারা রাজস্থানের পিপাল খুঁট নামের একটি গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত। সেখানে থাকাকালে তিনজন ছেলে তাদের হয়রানি করে। 

অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।  

ভারতের বাঁসওয়ারা শহরের পুলিশের আইজি এস পরিমল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ঘানটালি থানা থেকে দুই অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিষপানের তথ্য পেয়েছি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে।’ 

এস পরিমল আরও বলেন, ‘তাদের স্বজনেরা বলেছেন, মেয়ে দুটি রাজস্থানের পিপাল খুঁট গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং তাদের একটি প্রাপ্তবয়স্ক ছেলে ও তার দুই বন্ধু মিলে হয়রানি করত। তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।’ 

বিজেপির রাজস্থান প্রধান এবং রাজ্যের বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোর এ ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছে এবং বলেছেন, ঘটনাটি রাজ্যের আইন ও শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে।

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে