হোম > বিশ্ব > ভারত

ভারতে বখাটেদের উৎপাতে অতিষ্ঠ দুই বোনের বিষপানে আত্মহত্যা

ভারতের রাজস্থানে হয়রানির শিকার হয়ে অপ্রাপ্তবয়স্ক দুই মেয়ে বিষপানে আত্মহত্যা করেছে। গত রোববার এ ঘটনা ঘটেছে। তারা আপন দুই বোন। এ ঘটনায় এক বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে রাজস্থান পুলিশ।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের কাছে অভিযোগ করে ভুক্তভোগী মেয়ে দুটির বাবা বলেন, তারা রাজস্থানের পিপাল খুঁট নামের একটি গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত। সেখানে থাকাকালে তিনজন ছেলে তাদের হয়রানি করে। 

অভিযুক্ত তিনজনকে আটক করেছে পুলিশ।  

ভারতের বাঁসওয়ারা শহরের পুলিশের আইজি এস পরিমল বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘আমরা ঘানটালি থানা থেকে দুই অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিষপানের তথ্য পেয়েছি। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ঘোষণা করে।’ 

এস পরিমল আরও বলেন, ‘তাদের স্বজনেরা বলেছেন, মেয়ে দুটি রাজস্থানের পিপাল খুঁট গ্রামের হোস্টেলে থেকে পড়াশোনা করত এবং তাদের একটি প্রাপ্তবয়স্ক ছেলে ও তার দুই বন্ধু মিলে হয়রানি করত। তাদের আটক করা হয়েছে। এ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।’ 

বিজেপির রাজস্থান প্রধান এবং রাজ্যের বিরোধী দলের নেতা রাজেন্দ্র রাঠোর এ ঘটনার জন্য প্রশাসনকে দায়ী করেছে এবং বলেছেন, ঘটনাটি রাজ্যের আইন ও শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’