হোম > বিশ্ব > ভারত

ইসরোর বিজ্ঞানী পরিচয়ে চন্দ্রাভিযান নিয়ে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি

শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে জীবিকা নির্বাহ করলেও সম্প্রতি নিজেকে ইসরোর বিজ্ঞানী দাবি করছিলেন মিতুল ত্রিবেদী নামে এক ব্যক্তি। শুধু তাই নয়, সফল চন্দ্রাভিযানের রূপকার হিসেবে বিভিন্ন মাধ্যমে একের পর সাক্ষাৎকারও দিচ্ছিলেন তিনি। অবশেষে গুজরাট প্রদেশের সুরাট শহর থেকে মিতুল ত্রিবেদীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। 

বৃহস্পতিবার জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ত্রিবেদীর বয়স চল্লিশের কাছাকাছি। মূলত প্রাইভেটে বেশি সংখ্যক শিক্ষার্থী পেতেই নিজেকে ইসরোর বিজ্ঞানী হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি। স্থানীয় গণমাধ্যমগুলোর কাছে দাবি করছিলেন, সফল চন্দ্রাভিযানে গত ২৩ আগস্ট বিক্রম নামে ভারতীয় যে ল্যান্ডারটি চাঁদে অবতরণ করেছে-তার নকশা তৈরি করেছেন তিনি নিজেই। 

পুলিশ জানায়—শুধু বিজ্ঞানী নয়, নিজেকে ইসরোর একটি গুরুত্বপূর্ণ শাখার সহকারী চেয়ারম্যান হিসেবে পরিচয় দিচ্ছিলেন ত্রিবেদী। এই পরিচয়কে আরও জোরালো করার জন্য তিনি একটি ভুয়া নিয়োগপত্রও দেখিয়ে বেড়াচ্ছিলেন। এ ছাড়া মঙ্গলগ্রহে ভারতের পরবর্তী মিশনের সদস্য হিসেবেও তিনি কিছু কাগজপত্র তৈরি করেছিলেন। 

বিষয়টি নিয়ে সন্দেহ হলে পুলিশ তদন্ত শুরু করে এবং দেখতে পায় ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর সঙ্গে ত্রিবেদীর কোনো ধরনের সংযোগ নেই। 

এ অবস্থায় সুরাট শহর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ত্রিবেদীর বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায় কয়েকটি অভিযোগ এনে এফআইআর দাখিল করে। 

শহর পুলিশের অতিরিক্ত কমিশনার শারদ সিংহল বলেন, ‘ত্রিবেদী একজন প্রাইভেট শিক্ষক। নিজেকে ইসরোর বিজ্ঞানী পরিচয় দিয়ে তিনি আসলে তার প্রাইভেটগুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী পাওয়ার আশা করেছিলেন।’ 

শারদ সিংহল জানান, ত্রিবেদীর দাবির প্রেক্ষিতে মহাকাশ সংস্থা ইসরোর সঙ্গেও যোগাযোগ করেছিল পুলিশ। পরে তারা নিশ্চিত হন যে, ত্রিবেদী একজন প্রতারক।

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন