হোম > বিশ্ব > ভারত

আবারও ফুঁসে উঠলেন পাঞ্জাবের কৃষকেরা, চণ্ডীগড়মুখী যাত্রা

আবারও ফুঁসে উঠেছেন ভারতের অন্যতম বৃহৎ প্রদেশ পাঞ্জাবের কৃষকেরা। মঙ্গলবার চণ্ডীগড়-মোহালী সীমান্তের কাছে অবস্থান কর্মসূচি নেন তারা। উৎপাদিত গমের ওপর উদ্বৃত্ত মূল্য এবং আসন্ন ধান রোপণে সরাকারী সহযোগিতাসহ বিভিন্ন দাবিতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চণ্ডীগড় রওনা হলে চণ্ডীগড়-মোহালী সীমান্তের কাছে তাঁদের আটকে দেওয়া হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, পাঞ্জাবের কৃষক নেতা জগজিৎ সিং দালাল বলেছেন, যদি মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবারের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় না বসেন এবং তাদের সমস্যা দূর করতে কোনো পদক্ষেপ না নেন তবে তারা ব্যারিকেড ভেঙেই চণ্ডীগড় অভিমুখে রওনা হবেন। 

এদিকে, আন্দোলনকারীদের রুখতে চণ্ডীগড়-মোহালী সীমান্তে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। মোহালী পুলিশ আন্দোলনকারীদের গতি রুখতে ব্যারিকেড স্থাপন, দাঙ্গা পুলিশ মোতায়েনসহ জল কামান প্রস্তুত রেখেছে। চণ্ডীগড় পুলিশের তরফ থেকেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের হয়ে এক নেতা বলেছেন, ‘পাঞ্জাবে আমাদের সংগ্রাম শুরু হয়ে গেছে। দাবি না আদায় করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখানে মাত্র ২৫ শতাংশ কৃষক এসেছেন। আগামীকাল এর চেয়েও বেশি আসবেন। এটি আমাদের জন্য মরণপণ লড়াই।’

গমের দামে কুইন্টাল প্রতি ৫০০ রুপি বেশি দেওয়া, ধান রোপণের সময় এগিয়ে আনা এবং বিদ্যুৎ বিল হ্রাস এবং ১০ থেকে ১২ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন দাবি উত্থাপন করেছে। 

সরকারকে চাপ দিতে পাঞ্জাবের বিভিন্ন প্রান্তের কৃষকেরা প্রয়োজনীয় খাদ্য, বিছানা, বৈদ্যুতিক পাখা, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে মোহালীর গুরুদুয়ারা আম্ব সাহেবে সমবেত হতে থাকেন। সেখান থেকেই তাঁদের যাত্রা শুরু হয় চণ্ডীগড়ের দিকে। 

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ