হোম > বিশ্ব > ভারত

ভেঙে পড়ার আগে শতাধিক মানুষের লাফালাফিতে দুলছিল ব্রিজ

ভারতের গুজরাটের মরবিতে ব্রিটিশ আমলের ঐতিহাসিক শতবর্ষী একটি কেব্‌ল ব্রিজ ভেঙে পড়েছে। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল। মাত্র চার দিন আগে (২৬ অক্টোবর) এটি পুনরায় চালু করা হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এখনো পানিতে আটকা আছেন শতাধিক মানুষ। আজ রোববার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনার ২৪ ঘণ্টা আগের একটি ভিডিও শেয়ার করেছে। ওই ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ ব্রিজের ওপর লাফালাফি ও দৌড়াদৌড়ি করছে। কিছু মানুষকে ব্রিজে লাথি মারতেও দেখা যায়। এতে ব্রিজটি জোরেশোরে দোল খেতে থাকে।    

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিখোঁজদের খোঁজে ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ভেঙে পড়ার সময় সেতুর ওপরে ৫০০ জনের মতো মানুষ ছিল। এই দুর্ঘটনায় অনেকেই আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, শতাধিক মানুষ এখনো পানিতে আটকা আছেন। গত সপ্তাহেই সেতুটি মেরামত করা হয়েছিল।

গুজরাটের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ব্রিজেশ মের্জা এনডিটিভিকে বলেন, ‘গত সপ্তাহে এটি সংস্কার করা হয়েছিল। এটি ধসে পড়ায় আমরা হতবাক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ এই দুর্ঘটনার জন্য তিনি সরকারকে দায়ী করেন।

 

প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহত প্রতি ব্যক্তির পরিবারকে ৫০ হাজার রুপি করে দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারের জন্য ৪ লাখ ও আহতদের পরিবারের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবে। 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক