হোম > বিশ্ব > ভারত

ভারতের গোয়ায় মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

আজকের পত্রিকা ডেস্ক­

পদদলিত হয়ে আহতদের দ্রুতই স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়। ছবি: সংগৃহীত

ভারতের গোয়ায় একটি মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার গোয়ার শিরগাঁওয়ের একটি মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, গোয়ার শিরগাঁও মন্দিরে বার্ষিক লীরাই দেবী যাত্রা (শোভাযাত্রা) চলাকালে পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। মন্দিরটিতে এক বড় ধর্মীয় সমাবেশ চলাকালে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়েই গোয়ার জরুরি পরিষেবা ও পুলিশ কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার অভিযান শুরু করা হয় তৎক্ষণাৎ। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয় চিকিৎসার জন্য। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন।

কর্তৃপক্ষ এখনো পদদলিত হওয়ার সঠিক কারণ নিশ্চিত করেনি। তবে প্রাথমিক প্রতিবেদনে ব্যাপক ভিড় ও ভিড় নিয়ন্ত্রণের অভাবকেই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

শিরগাঁও যাত্রা বা লীরাই দেবী যাত্রা একটি হিন্দু উৎসব। এটি উত্তর গোয়ার শিরগাঁও গ্রামে প্রতি বছর পালিত হয়। এই উৎসবে দেবী লীরাইয়ের পূজা করা হয়। তাকে দেবী পার্বতীর অবতার এবং গোয়ার লোককথার সাত বোন দেবীর একজন বলে মনে করা হয়।

এই উৎসব অনন্য রীতিনীতির জন্য পরিচিত। এর মধ্যে রয়েছে অগ্নিদিব্য (আগুনের ওপর হাঁটা) অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ভক্তরা, যাদের ‘ধোন্দস’ বলা হয়, দেবীর আশীর্বাদ পেতে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে খালি পায়ে হাঁটেন।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে