হোম > বিশ্ব > ভারত

সাপ ভাড়া করে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

বিষধর গোখরো সাপের ছোবল খাইয়ে নিজের স্ত্রীকে হত্যার ঘটনায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের কেরালার আদালত। পাশাপাশি অভিযুক্ত ওই যুবককে ৫ লাখ ৮৫ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। আজ বুধবার এই রায় দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

রায় প্রদানের সময় কেরালার অতিরিক্ত দায়রা জজ ভি আই মনোজ এম বলেন, মামলাটি ছিল একটি বিরল ঘটনা। 

বিচারক তাঁর রায়ে পুলিশের প্রশংসা করে বলেছেন, পুলিশ এই তদন্তে যেভাবে অগ্রসর হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। 

 জানা গেছে, ভারতের কেরালার কল্লাম জেলায় সুরাজ নামের ওই যুবক ২৫ বছর বয়সী স্ত্রী উথরাকে হত্যা করে বিষধর গোখরো সাপের ছোবল খাইয়ে। পুলিশের তদন্তে উঠে এসেছে এ তথ্য। 

২০২০ সালের প্রথম দিকে সম্পত্তির লোভে সুরাজ একটি ভাইপারজাতীয় সাপ ভাড়া করে তার কামড় খাওয়ায় উথরাকে। ২৫ বছরের উথরা হাসপাতালে ৫১ দিন লড়াই করে জীবন ফিরে পান, কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। কার্যসিদ্ধি হয়নি দেখে আবার একটি গোখরো সাপ ভাড়া করে সুরাজ। এই গোখরোর কামড়েই গত বছরের ৭ মে মারা যান উথরা। 

ওই ঘটনার পর উথরার বাবা ও ভাইয়ের সন্দেহ হলে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত করে আসল রহস্য উদ্‌ঘাটন করে।

বাংলাদেশের ভিসা স্থগিতে বিপাকে ভারতীয় ব্যবসায়ীরা, সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান

সন্তানের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়ে পরাজয়, দুই শিশুকে বিষ খাইয়ে বাবা-দাদির আত্মহত্যা

ভারতে নারী সরকারি কর্মকর্তাকে ‘রিল তারকা’ বলায় ৪ কলেজশিক্ষার্থী আটক

দিল্লির পর কলকাতায় ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপহাইকমিশনে প্রবেশের চেষ্টা

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের, উত্তেজনা

যুক্তরাষ্ট্র-চীনও মোদিকে ভয় পায়, বাংলাদেশ নিয়ে চুপ থাকবেন না তিনি: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘হিন্দু রাষ্ট্র’ সংবিধানে থাকতে হবে না, এটি সূর্যোদয়ের মতোই সত্য: আরএসএস প্রধান

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা