হোম > বিশ্ব > ভারত

অল্পের জন্য বেঁচে গেলেন দেব

পশ্চিমবঙ্গের টালিউড অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারীকে সবাই দেব নামেই বেশি চেনে। আজ শুক্রবার একটি হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। 

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ঘাটাল এলাকা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারী দেবকে বহন করা একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন। 

এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব অক্ষত ছিলেন। মালদা থেকে তিনি মূলত একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রানীনগরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন। 

দুর্ঘটনার বিষয়ে দেব বলেন, ‘এটা স্বাভাবিক, কিছুটা ট্রমায় আছি। এই অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছি, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে আমার কাছে যাওয়ার জন্য রাস্তাই পছন্দ। মুর্শিদাবাদ জেলার রানীনগরে পরবর্তী সভা অনুষ্ঠিত হচ্ছে।’ 

মালদা (উত্তর) লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির নির্বাচনী প্রচারে যোগ দিতেই রানীনগরে যাচ্ছিলেন দেব। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমি বেঁচে গেছি। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এখন ভালো আছি।’ 

মালদা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা