হোম > বিশ্ব > ভারত

ঋষি সুনাককে নিয়ে ভারতে উচ্ছ্বাস

কলকাতা প্রতিনিধি

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে নিয়ে ভারত জুড়ে উচ্ছ্বাস শুরু হয়েছে। কারণ তাঁর পূর্বপুরুষ অবিভক্ত ভারতের গুজরানওয়ালায় বাস করতেন। অবশ্য গুজরানওয়ালা বর্তমানে পাকিস্তানের অংশ। লাহোর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত গুজরানওয়ালা।

ঋষি সুনাককে নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাসের আরেকটি কারণ হলো—তিনি ভারতীয় প্রতিষ্ঠান ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তির জামাই। ৪২ বছরের ঋষিকে নিয়ে তাই ভারতজুড়ে চলছে ব্যাপক আলোচনা। এই চর্চার মধ্যেই উঠে এসেছে ইতালিতে জন্ম নেওয়া সোনিয়া গান্ধীকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির প্রসঙ্গও। সব মিলিয়ে ঋষিকে নিয়ে জমজমাট ভারতের রাজনৈতিক অঙ্গন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘একসঙ্গে কাজ করার সুযোগ হলো। আন্তর্জাতিক সমস্যা নিয়ে যৌথভাবে কাজ করা যাবে।’ মেয়ে জামাই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানাতে ভোলেননি নারায়ণ মূর্তিও। ঋষিকে শুভেচ্ছা জানিয়ে নারায়ণ মূর্তি বলেছেন, ‘আমরা গর্বিত। কামনা করি, জীবনের চলার পথে আরও সাফল্য আসুক।’ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অমিতাভ বচ্চন ঋষি প্রধানমন্ত্রী হওয়ায় একটি টুইটে লিখেছেন, ‘ভারত মাতার জয়। অবশেষে আমাদের মাতৃভূমি থেকে নতুন প্রধানমন্ত্রী পেল ব্রিটেন।’ 

তবে কংগ্রেস নেতা শশী থারুরের এক টুইট নতুন বিতর্ক ডেকে এনেছেন। ২০০৪ সালে সোনিয়া গান্ধীকে প্রধানমন্ত্রী করা নিয়ে বিতর্ক টেনে এনে তিনি বিজেপিকে খোঁচা দেন। সেই সঙ্গে বর্তমানে ভারতীয় রাজনীতিতে সংখ্যালঘুদের হতাশজনক উপস্থিতি নিয়েও তাঁকে খোঁচা দিতে দেখা যায়। ভারতীয় মন্ত্রিসভায় কোনো মুসলিম সদস্য নেই। রাজ্যসভাতেও নেই বিজেপির কোনো মুসলিম সদস্য। এমনকি সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে শাসক দল বিজেপির কোনো মুসলিম বিধায়ক নেই। 

এই বিতর্কের মধ্যেই প্রবীণ সাংবাদিক প্রীতিশ নন্দী মনে করিয়ে দেন, ‘শিখ সম্প্রদায়ের মনমোহন সিং ভারতের পরপর দুবার প্রধানমন্ত্রী হয়েছিলেন।’ বিজেপির তরফ থেকে অবশ্য ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম এবং বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথাও প্রচার হচ্ছে। সব মিলিয়ে ঋষি ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় ভারতেও চর্চা চলছে জোর কদমে। 

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ