কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। ভারতে সড়ক দুর্ঘটনায় ট্রাক উল্টে পড়ার পর যে ঘটনা ঘটেছে, তার সঙ্গে বাংলা প্রবাদের মর্মার্থ একেবারে মিলে যায়। আগ্রায় মুরগিবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার পর খবর শুনে এলাকাবাসীর ঢল নামে। কিন্তু উদ্ধারের বদলে তারা মুরগি নিয়ে পালিয়ে যায়। এনডিটিভির খবরে এ তথ্য এসেছে।
আজ বুধবার সকালে ভারতের উত্তর প্রদেশের আগ্রায় মহাসড়কে ঘনকুয়াশায় বেশ কয়েকটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ১২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবেদন অনুসারে, দুর্ঘটনায় একজন নিহত ও অনেকে আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সড়কের ওপর থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি সরানোর জন্য একটি ক্রেন আনা হয়েছে।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার শিকার গাড়িগুলো স্তূপাকারে দাঁড়িয়ে আছে। একটি ট্রাক ব্রয়লার মুরগি নিয়ে যাচ্ছিল। ট্রাকে মুরগি থাকার খবর জানাজানি হলে মানুষ ঘটনাস্থলে ছুটে। আর মুরগি নিয়ে পালানো শুরু করে। অনেকে বেশি লাভের আশায় বস্তা নিয়ে এসেছিলেন। কেউ এসেছিলেন পায়ে হেঁটে, কেউ এসেছিলেন মোটরসাইকেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ হাতে করে মুরগি নিয়ে পালাচ্ছে। আর কেউ বস্তা নিয়ে দৌঁড়াচ্ছে। অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী একে বলছেন, ‘চিকেন হেইস্ট’।
ট্রাকে প্রায় ৫০০টিরও বেশি মুরগি ছিল, যার মূল্য প্রায় দেড় লাখ রুপি।