হোম > বিশ্ব > ভারত

এক ছাগলের দাম কোটি টাকার বেশি

একটি ছাগলের দাম এক কোটি টাকার বেশি। শুনতে অবাক লাগলেও ঈদুল আজহার আগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বুলধানা জেলায় একটি ছাগলের দাম জন্য এমন দামই হেঁকেছেন এক বিক্রেতা। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর প্রতিবেদনে এমনটি

নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, ছাগলটির জন্য ৫১ লাখ রুপি পর্যন্ত দিতে রাজি ছিলেন ক্রেতা। কিন্তু তাতেও ছাগটি বিক্রি করেননি ওই বিক্রেতা। ছাগল বিক্রি না করে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলেন তিনি।

কেন এই ছাগলের এত দাম? জানা গেছে, জন্ম থেকেই কিছু চিহ্ন রয়েছে তার শরীরে। আরবি ভাষায় ‘আল্লাহ’ লিখলে যেমন দেখতে লাগে, তেমনই সেই চিহ্ন গুলি। সেই কারণেই তার এত দাম। ঈদুল আজহা উপলক্ষে ভারতের আজমির থেকে মহারাষ্ট্রে এসেছিলেন গোপালরাও সোহেল ও তাঁর ছেলে কপিল। সঙ্গে এনেছিলেন টাইগার নামের ছাগলটিকে। ১ কোটি ৭৮৬ রুপিতে টাইগারকে বিক্রি করতে চেয়েছিলেন তাঁরা। যার বাংলাদেশি মূল্য হলো এক কোটি ১৩ লাখ ৪৩ হাজার টাকার বেশি।

গোপালরাও জানান, প্রথমে তিনি টাইগারের গুরুত্ব বুঝতে পারেননি। পরে একজন ইমামের কাছ থেকে নাকি এর বিশেষত্ব জানতে পারেন। তখনই ঠিক করেছিলেন উপযুক্ত দাম পেলে তবেই টাইগারকে হাতছাড়া করবেন। টাইগার ছাড়া আরও ৩০ ছাগল বিক্রির জন্য মহারাষ্ট্রে এনেছিলেন গোপালরাও। সেগুলো ১৫ হাজার রুপি করে বিক্রি করেছেন।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর