হোম > বিশ্ব > ভারত

একই ট্রাইব্যুনালে ছেলে ভারতীয়, বাবা বাংলাদেশি

কলকাতা প্রতিনিধি

বাবার কাগজ দেখিয়ে ছেলে ভারতীয় নাগরিক হিসেবে ঘোষিত হলেও বাবা বিদেশি (বাংলাদেশি) বলেই ঘোষিত হয়েছেন। ভারতের আসাম রাজ্যের বিদেশি ট্রাইব্যুনাল এক রায়ে ছেলে অমৃতলালকে ভারতীয় এবং বাবা হরলালকে বাংলাদেশি বলে ঘোষণা দিয়েছেন। হরলাল তাই হাকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন। 

আসামের শিলচরে ফরেনার্স ট্রাইব্যুনাল-১ ২০১৮ সালের ২৮ ডিসেম্বর বাবা হরলাল দাসের নাগরিকত্ব সংক্রান্ত নথি যাচাই করে ছেলে অমৃতলালকে ভারতীয় বলে ঘোষণা করেন। কিন্তু চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সেই হরলালকেই বিদেশি বলে ঘোষণা করেছেন একই ট্রাইব্যুনাল। 

এই সময়ের মধ্যে কেবল ট্রাইব্যুনালের বিচারক বদল হয়েছে এবং তাতেই বদলে গেছে রায়। এমনটাই মনে করছেন সেখানকার অনেকেই। প্রথমবার বিচারক ছিলেন গৌতম গড় এবং দ্বিতীয়বার দুলাল সাহা। 

এ ঘটনার কড়া সমালোচনা করে ‘আমরা বাঙালি’ সংগঠনের নেতা সাধন পুরকায়স্থের অভিযোগ, আসামে হিন্দু বাঙালিদের ওপর নির্যাতন চলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঙালি হিন্দুদের ওপর ভারতে সংঘটিত এ ধরনের হয়রানির প্রতিবাদ করা উচিত বলেও তিনি মন্তব্য করেন। সাধন পুরকায়স্থ জানান, ১৯৬৪ সালে কেনা জমির দলিল, শরণার্থীর প্রশংসাপত্র, একাত্তরের আগে ভোটার তালিকায় নাম থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই বৃদ্ধের। সেই কাগজ দেখিয়েই স্বদেশি হয়েছিলেন তাঁর ছেলে অমৃতলাল। কিন্তু এখন হরলাল নিজেই বিদেশি বলে ঘোষিত। 

আসামে বিদেশি বা বাংলাদেশি শনাক্ত করার জন্য সীমান্ত পুলিশ ও ফরেনার্স ট্রাইব্যুনাল কাজ করছে। বাঙালিদের অভিযোগ, দুটি সংস্থাই আসাম থেকে বাঙালিদের নির্মূলের লক্ষ্যে কাজ করছে। তাই অযথা নাগরিকত্ব যাচাইয়ের নামে কখনো এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) আবার কখনো ফরেনার্স ট্রাইব্যুনালের নামে চলছে বাঙালি নির্মূলের ষড়যন্ত্র—এমনটাই মনে করেন সাধন পুরকায়স্থ। তিনি জানান, হরলাল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়; প্রতিদিন, প্রতিনিয়ত হিন্দু-মুসলিম নির্বিশেষে বাঙালিরা নাগরিকত্ব সমস্যায় ভুগছেন। 
 
সাধন পুরকায়স্থের মতে, ভারত যেমন বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তেমনি আসামের হিন্দু বাঙালিদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলা উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

এদিকে, ট্রাইব্যুনালের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন হরলাল। ‘আমরা বাঙালি’ ছাড়াও আসামের নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি থেকে শুরু করে বিভিন্ন সংগঠন হরলালের পাশে দাঁড়িয়েছে। 

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা