মহারাষ্ট্র সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য ব্যবসায়ীদের পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই অল ইন্ডিয়া ফেয়ার শপ ডিলার্স ফেডারেশনের সহসভাপতি প্রহ্লাদ মোদি। পাশাপাশি তিনি পণ্য ও পরিষেবা কর (জিএসটি) না দেওয়ার জন্যও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
গতকাল শুক্রবার মহারাষ্ট্রের থানেতে করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
সমাবেশে অংশ নিয়ে প্রহ্লাদ মোদি বলেন, ‘উদ্ধব ঠাকরে এবং নরেন্দ্র মোদি আপনাদের দরজায় আসবে। নরেন্দ্র মোদি হোক আর যে-ই হোক। আপনাদের কথা তাঁদের শুনতেই হবে। আজকে আমি বলে যাচ্ছি, প্রথমে মহারাষ্ট্র সরকারকে জানান যে আপনার জিএসটি দেবেন না। আমরা গণতান্ত্রিক দেশে আছি, কারও অধীনে বাস করছি না।’
সমাবেশে ব্যবসায়ীরা প্রহ্লাদ মোদির কাছে দাবি করেন, করোনার বিধিনিষেধ না মানার কারণে তাঁদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহার করতে হবে। এ সময় ব্যবসায়ীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রহ্লাদ মোদি।