হোম > বিশ্ব > ভারত

বেঙ্গালুরুতে অটোচালকের প্রতারণার ফাঁদে বাংলাদেশি ভ্লগার ও তাঁর বান্ধবী 

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে এক অটোচালকের প্রতারণার ফাঁদে পড়েছিলেন এক বাংলাদেশি ভ্লগার ও তাঁর বান্ধবী। বিষয়টি ফিজের বুক পকেটে রাখা ক্যামেরায় ধরা পড়ে। পরে পশ্চিমবঙ্গের এক ভ্লগার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করলে তা বেঙ্গালুরু পুলিশের নজরে আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পশ্চিমবঙ্গের কলকাতার ভ্লগার মৃত্যুঞ্জয় এক্সে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশ ভ্লগার ও তাঁর বান্ধবী বেঙ্গালুরু প্যালেসে বেড়াতে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পথে স্থানীয় এক অটোচালক তাঁদের সঙ্গে প্রতারণা করেন। আমরা কী এভাবেই বিদেশিদের সঙ্গে ব্যবহার করি?’

ভিডিও থেকে জানা যায়, মোহাম্মদ ফিজ নামে বাংলাদেশি ওই ভ্লগার ও তাঁর বান্ধবী অটোরিকশায় বেঙ্গালুরুর বিভিন্ন দর্শনীয় স্থান দেখার সিদ্ধান্ত নেন। প্রথমে তাঁরা দুজনে ওই অটোচালকের সঙ্গে কথা বলে ঠিক করেন যে, তাঁরা মিটারে যা ভাড়া আসবে তা-ই দেবেন। অটোচালকও রাজি হয়ে যান। গন্তব্যে পৌঁছার পর দেখা যায়, মিটারে ভাড়া এসেছে ৩২০ রুপি।

ভাড়া পরিশোধ করতে গিয়ে ফিজ অটোচালককে ৫০০ রুপির নোট দেন। এ সময় অটোচালক তাঁর জামার আস্তিনে সেই ৫০০ রুপির নোট লুকিয়ে রেখে দাবি করেন যে, ফিজ তাঁকে ১০০ রুপি দিয়েছেন। পরে ফিজ তাঁকে আবারও একটি ৫০০ রুপির নোট দিয়ে ভাড়া মেটান। পরে ফিজ যখন তাঁর ভিডিও এডিট করতে যান, তখন দেখতে পান যে, অটোচালক তাঁকে ঠকিয়েছেন। তিনি প্রতারণার শিকার হয়েছেন।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে ফিজকে বলতে শোনা যায়, ‘ভালো করে দেখুন, অটোচালকের অপর হাতে আগে থেকেই ১০০ রুপির একটি নোট ছিল। এমনকি আমার ওয়ালেট বের করার আগেও তাঁর হাতে সেই টাকা ছিল।’ ফিজ আরও বলেন, ‘দেখুন, সে আমার ৫০০ রুপির নোট নিয়ে তাঁর আস্তিনে লুকিয়ে অপর হাতের ১০০ রুপির নোট দেখিয়ে বলছে ভাড়া হয়েছে ৩২০ রুপি।’

ফিজ ভিডিওতে আরও বলেন, ‘প্রথমে আমার মনে হয়েছে, আমিই হয়তো প্রথমে ৫০০ রুপির নোট মনে করে ১০০ রুপির নোট দিয়েছি। তাই পরে আরও একটি ৫০০ রুপির নোট দিয়েছি।’ এ সময় তিনি অ্যাপভিত্তিক রাইড শেয়ারের গাড়ি না নেওয়ার জন্যও আক্ষেপ করেন।

এদিকে, মৃত্যুঞ্জয় তাঁর ভিডিওতে বেঙ্গালুরু পুলিশকে ট্যাগ করার পরপরই অ্যাকশনে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় সেই অটোচালককে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই অটোচালককে সদাশিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’