হোম > বিশ্ব > ভারত

‘ট্রেলার কবে মুক্তি পাবে জিজ্ঞেস করবেন না, এখন গান উপভোগ করুন’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ৩৮ বিধায়কের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ৩৮ জনের মধ্যে ২১ জনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলেও দাবি তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি পশ্চিমবঙ্গে তাঁর সরকার পতনের লক্ষ্যে ‘অপারেশন লোটাস’ চালানোর পরিকল্পনা করেছে। মমতার এই অভিযোগের অল্প কয়েক দিন পরই মিঠুনের এমন দাবি। তাঁর এই দাবি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ দোলাচল এবং সন্দেহের জন্ম দিয়েছে। 

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনারা কি একটি ব্রেকিং নিউজ শুনতে চান? এই মুহূর্তে ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যাদের মধ্যে ২১ জনের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। বাকি বিষয়টি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।’ 

এই বিষয়ে বিস্তারিত কবে জানা যাবে সে প্রসঙ্গে মিঠুন বলেন, ‘ট্রেলার কবে মুক্তি পাবে জিজ্ঞেস করবেন না, এখন গান উপভোগ করুন।’ 

এদিকে, মাত্র দুদিন আগেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার পতনে বিজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেদিকে ইঙ্গিত করে মমতা বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি জানতে পেরেছেন—বিজেপির পরবর্তী টার্গেট হলো তাঁর সরকার। এ সময় তিনি আরও উল্লেখ করেন—বিজেপি মহারাষ্ট্রে সুবিধা করতে পারেনি। তবে তাদের পরবর্তী পদক্ষেপ হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

গত বছর পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বেশ ধুমধাম করে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তবে চলচ্চিত্র তারকা হিসেবে পশ্চিমবঙ্গে তাঁর বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও বিজেপি তাঁর আসনে জিততে ব্যর্থ হয়।

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

বিজয় দিবসে রাহুলের পোস্টেও বাংলাদেশ নেই, একাত্তরে সীমান্ত রক্ষায় ‘ভারতীয় বীর’দের শ্রদ্ধা

ইমরানকে বন্দী করে সাংবিধানিক ক্যুর মাধ্যমে আজীবন দায়মুক্তি নিয়েছেন সেনাপ্রধান: ভারতীয় রাষ্ট্রদূত

বাংলাদেশের মহান বিজয় দিবসকে ফের ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে শুভেচ্ছা মোদির