হোম > বিশ্ব > ভারত

‘ট্রেলার কবে মুক্তি পাবে জিজ্ঞেস করবেন না, এখন গান উপভোগ করুন’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের ৩৮ বিধায়কের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এই ৩৮ জনের মধ্যে ২১ জনের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বলেও দাবি তাঁর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপি পশ্চিমবঙ্গে তাঁর সরকার পতনের লক্ষ্যে ‘অপারেশন লোটাস’ চালানোর পরিকল্পনা করেছে। মমতার এই অভিযোগের অল্প কয়েক দিন পরই মিঠুনের এমন দাবি। তাঁর এই দাবি পশ্চিমবঙ্গের রাজনীতিতে বেশ দোলাচল এবং সন্দেহের জন্ম দিয়েছে। 

কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নায়ক থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মিঠুন চক্রবর্তী বলেন, ‘আপনারা কি একটি ব্রেকিং নিউজ শুনতে চান? এই মুহূর্তে ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়কের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। যাদের মধ্যে ২১ জনের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ রয়েছে। বাকি বিষয়টি আপনাদের ওপরই ছেড়ে দিলাম।’ 

এই বিষয়ে বিস্তারিত কবে জানা যাবে সে প্রসঙ্গে মিঠুন বলেন, ‘ট্রেলার কবে মুক্তি পাবে জিজ্ঞেস করবেন না, এখন গান উপভোগ করুন।’ 

এদিকে, মাত্র দুদিন আগেই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের সরকার পতনে বিজেপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেদিকে ইঙ্গিত করে মমতা বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি জানতে পেরেছেন—বিজেপির পরবর্তী টার্গেট হলো তাঁর সরকার। এ সময় তিনি আরও উল্লেখ করেন—বিজেপি মহারাষ্ট্রে সুবিধা করতে পারেনি। তবে তাদের পরবর্তী পদক্ষেপ হবে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

গত বছর পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে বেশ ধুমধাম করে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। তবে চলচ্চিত্র তারকা হিসেবে পশ্চিমবঙ্গে তাঁর বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও বিজেপি তাঁর আসনে জিততে ব্যর্থ হয়।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’