হোম > বিশ্ব > ভারত

রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানির নোটিশ

ঢাকা: আধুনিক বা অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ভারতীয় যোগগুরু বাবা রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি রুপির মানহানির উকিল নোটিশ দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (উত্তরাখণ্ড) সেক্রেটারি অজয় খান্নার পক্ষে আইনজীবী নিরাজ পান্ডে রামদেবের কাছে ছয় পৃষ্ঠার উকিল নোটিশ পাঠান।

উকিল নোটিশটির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওবার্তায় অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে রামদেব যে বিবৃতি দিয়েছেন সেটির জন্য তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। এর জন্য তাঁকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে রামদেব ক্ষমা না চাইলে এক হাজার কোটি রুপির মানহানি মামলা করা হবে।

এক বিতর্কিত ভিডিও বার্তায় রামদেব বলেছিলেন, চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গেছেন এর চেয়ে অনেক বেশি মানুষ মারা গেছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।

রামদেবের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। চিকিৎসকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

রামদেবের উদ্দেশে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এক চিঠিতে লেখেন, আপনার মন্তব্যে দেশবাসী আহত হয়েছেন। ফোনে এ কথা আপনাকে জানিয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশবাসীর কাছে ঈশ্বরের মতো। তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন।

এর আগে আধুনিক চিকিৎসা নিয়ে দেওয়া নিজের বক্তব্য থেকে সরে এসেছিলেন রামদেব। বিবৃতি দিয়ে নিজের ভুলও স্বীকার করেন। কিন্তু গত সোমবার আবারও অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে প্রশ্ন তোলেন ভারতের বিতর্কিত এই যোগগুরু।

টুইটে ২৫টি প্রশ্ন পোস্ট করেন রামদেব। প্রশ্ন করেন, থাইরয়েড, কোলাইটিস এবং অ্যাজমার জন্য ওষুধ সংস্থাগুলোর কোনো নির্দিষ্ট চিকিৎসা আছে?’ লিভার সিরোসিসের মতো রোগের চিকিৎসা আছে কি–না, জানতে চান রামদেব। জানতে চান, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির কাছে বয়স কমানোর, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো, বন্ধ্যত্বের মতো বিষয়ের কোনো উত্তর আছে কি–না। বলেন, ‘যেমনভাবে আপনারা যক্ষ্মা এবং গুটিবসন্ত সারিয়ে তোলার উপায় বের করেছেন, পাকস্থলীর সমস্যার চিকিৎসাও খুঁজে বের করুন। শেষপর্যন্ত অ্যালোপ্যাথি তো মাত্র ২০০ বছরের কিছু বেশি সময় ধরে চলছে।’ সঙ্গে বলেন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস থেকে কি মুক্তি দিতে পারে অ্যালোপ্যাথি ওষুধ?

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু