হোম > বিশ্ব > ভারত

লাদাখ সীমান্তে চীনের স্থাপনা নির্মাণ আশঙ্কাজনক: যুক্তরাষ্ট্র

লাদাখ সীমান্তে চীনের কর্মকাণ্ড মনোযোগ আকর্ষণ করার মতো একটি বিষয়। এই অঞ্চলে চীন কর্তৃক অবকাঠামো নির্মাণ আশঙ্কাজনক। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের কমান্ডিং অফিসার জেনারেল চার্লস এ ফ্লিন এ কথা বলেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জেনারেল চার্লস এ ফ্লিন বলেছেন, লাদাখ সীমান্তে চীনের কর্মকাণ্ডকে ওই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্টকারী এবং সম্পর্কের জন্য ক্ষতিকর। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে কর্মকাণ্ডগুলো মনোযোগ আকর্ষণকারী। আমার মনে হয়, চীনের পশ্চিম রণাঙ্গনে নির্মিতব্য এসব অবকাঠামো অবশ্যই আশঙ্কাজনক। বিশেষ করে তারা তাদের অস্ত্রাগারের মতো করে এমন স্থাপনা কেন নির্মাণ করছে, তা কাউকে না কাউকে জিজ্ঞেস করতে হবে কেন?’ 

এ সময় জেনারেল ফ্লিন ভারতের দিকে ইঙ্গিত করে বলেন, ‘যেহেতু চীন এমন কর্মকাণ্ড প্রদর্শন করছে, সেহেতু আমি মনে করি এ ক্ষেত্রে ভারসাম্য রক্ষায় আমাদের একসঙ্গে কাজ করাটাই সবচেয়ে ভালো হবে।’ 

এনডিটিভির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের অক্টোবরে ভারতের হিমালয় পর্বত অংশে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যৌথ সামরিক মহড়া চালাবে। ‘যুদ্ধ অভ্যাস’ নামে ওই মহড়া পরিচালিত হবে ভূপৃষ্ঠ থেকে ৯ থেকে ১০ হাজার ফুট উচ্চতায়। তবে ওই মহড়ার জন্য নির্দিষ্ট কোনো স্থান এখনো বাছাই করা হয়নি। ওই মহড়া চালানোর আগে, ভারতীয় সেনাবাহিনীর একটি দল যুক্তরাষ্ট্রের আলাস্কায় একই রকম ঠান্ডা পরিস্থিতিতে একই উচ্চতায় একটি প্রশিক্ষণ ক্যাম্পে যাবে। 

উত্তর প্রদেশে পিঠে ফোন ঠেকিয়ে ‘বাংলাদেশি’ শনাক্ত করছে পুলিশ, ওয়াইসির ব্যঙ্গ

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং