হোম > বিশ্ব > ভারত

৩০ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন তিন বাংলাদেশি 

ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) কর্মকর্তারা মহারাষ্ট্রের নাবি মুম্বাই শহরের আবাসিক এলাকা অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। অবৈধভাবে ভারতে অবস্থানের জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

খারঘর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে এটিএস নাবি মুম্বাইয়ের একটি দল বুধবার খারঘর এলাকার ওভেগাঁওয়ের প্রাঙ্গনে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে।

গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁরা ভারতে ভ্রমণ এবং থাকার জন্য কোনো বৈধ নথি উপস্থাপন করতে পারেননি। কিন্তু তারা জীবিকার জন্য স্থানীয়ভাবে কাজ করতেন বলে জানা গেছে।

এফআইআর অনুসারে, তাদের মধ্যে দুজন প্রায় ৩০ বছর আগে বাবা-মায়ের সাথে ভারতে যান এবং তখন থেকে সেখানে থাকতেন। ওই তিনজন হলেন কামাল আহমেদ খান (৩৬), আলীম ইউনুস শেখ (৪০) ও বাদল মঈনুদ্দিন খান (৩৮)।

আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালা-১৯৫০ এবং বিদেশী আইন-১৯৪৬ এর বিধানের অধীনে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ

নিকাব বিতর্ক: বিহারের নীতীশের পক্ষে সাফাই গাইলেন উত্তর প্রদেশের মন্ত্রী

টান দিয়ে নারীর মুখের নিকাব সরিয়ে তোপের মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার