হোম > বিশ্ব > ভারত

৩০ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন তিন বাংলাদেশি 

ভারতের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের (এটিএস) কর্মকর্তারা মহারাষ্ট্রের নাবি মুম্বাই শহরের আবাসিক এলাকা অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। অবৈধভাবে ভারতে অবস্থানের জন্য তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে।

খারঘর থানার এক কর্মকর্তা জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে এটিএস নাবি মুম্বাইয়ের একটি দল বুধবার খারঘর এলাকার ওভেগাঁওয়ের প্রাঙ্গনে অভিযান চালিয়ে তাঁদের আটক করেছে।

গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁরা ভারতে ভ্রমণ এবং থাকার জন্য কোনো বৈধ নথি উপস্থাপন করতে পারেননি। কিন্তু তারা জীবিকার জন্য স্থানীয়ভাবে কাজ করতেন বলে জানা গেছে।

এফআইআর অনুসারে, তাদের মধ্যে দুজন প্রায় ৩০ বছর আগে বাবা-মায়ের সাথে ভারতে যান এবং তখন থেকে সেখানে থাকতেন। ওই তিনজন হলেন কামাল আহমেদ খান (৩৬), আলীম ইউনুস শেখ (৪০) ও বাদল মঈনুদ্দিন খান (৩৮)।

আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে পাসপোর্ট (ভারতে প্রবেশ) বিধিমালা-১৯৫০ এবং বিদেশী আইন-১৯৪৬ এর বিধানের অধীনে একটি মামলা দায়ের হয়েছে।

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’

১০ কন্যার পর ছেলেসন্তান, ‘পিতৃতান্ত্রিক চাপ’ অস্বীকার বাবার

দিল্লিতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযানে উত্তেজনা, ৫ পুলিশ আহত

ট্রাম্পের চাপের পরও রাশিয়ার তেল কেনা থামায়নি ভারত

মাদুরোর মতো মোদিকেও কি নিয়ে যাবেন ট্রাম্প—কংগ্রেস নেতার প্রশ্নে বিতর্ক

ক্রিকেটের শামি ও অভিনেতা-এমপি দেবকে পরিচয় নিশ্চিত করতে ভারতের নির্বাচন কমিশনের নোটিশ

আলোচনায় ভারতে আটক উমর খালিদকে লেখা মামদানির চিঠি

বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা অবস্থায় পুশ ব্যাকের শিকার সেই সোনালী জন্ম দিলেন পুত্রসন্তান

‘বাংলাদেশ পাকিস্তান নয়, এই পরিস্থিতি আমরাই ডেকে এনেছি’, মোস্তাফিজ ইস্যুতে শশী থারুর

ভারতে ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামের জামিন আবারও নামঞ্জুর