হোম > বিশ্ব > ভারত

লক্ষ্য ৪-০, প্রচারে নামবেন মমতাও

কলকাতা প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চারটি বিধানসভা আসনে আগামী ৩০ অক্টোবর উপনির্বাচন। ৩ অক্টোবর তিনটি আসনেই জয়লাভের পর এবার তৃণমূলের লক্ষ্য চারটি আসনেই জয়লাভ। তাই খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নামছেন প্রচারে। 

২৯৬ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় চারটি কেন্দ্রে উপনির্বাচন। গত বিধানসভা নির্বাচনে এই চার কেন্দ্রের ফলাফলে তৃণমূল ও বিজেপি দুটি করে আসনে জিতেছিল। কিন্তু তৃণমূলের দুই জয়ী প্রার্থীই কোভিডে মারা যান। বিজেপির বিজয়ীরা দুজনই জাতীয় সংসদের সদস্য থাকায় তাঁরা বিধানসভা থেকে পদত্যাগ করেন।

উত্তর ২৪ পরগনার খড়দহ কেন্দ্রের ভোটের ফল প্রকাশের আগেই মারা যান জয়ী প্রার্থী কাজল সিনহা। এবার উপনির্বাচনে সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদের চ্যাটার্জি। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা কেন্দ্র থেকেও জিতেছিলেন তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্কর। কিন্তু পরবর্তীতে কোভিডে মারা যান তিনি। তাই সেখানেও ৩০ অক্টোবর উপনির্বাচন হবে। 

কোচবিহার জেলার দিনহাটার নিশীথ প্রামাণিক পরবর্তীতে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মনোনীত হন। নদিয়ার শান্তিপুরের জগন্নাথ সরকারও বিধানসভা থেকে ইস্তফা দিয়ে রানাঘাট আসন থেকে লোকসভার সদস্য হিসেবে থেকে যান। 

এই চার কেন্দ্রেই জয়ের জন্য মরিয়া শাসকদল তৃণমূল। এরই মধ্যে ভোট প্রচারে তারকা প্রচারক হিসেবে মমতা ও তাঁর ভাইপো অভিষেক ব্যানার্জির নাম ঘোষণা করেছে তৃণমূল। 

দলের মুখপাত্র কুণাল ঘোষ জানান, চারটি আসনেই তৃণমূল জিতবে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাম ও কংগ্রেসের পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই বলেও তিনি দাবি করেন। 

অন্যদিকে, দলের নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপিও জোর প্রচারণা চালিয়ে যাচ্ছে। তারকা প্রচারক হিসেবে তাঁদের তালিকায় নাম রয়েছে ভারতের মন্ত্রী স্মৃতি ইরানী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রমুখের। 
করোনা পরিস্থিতিতে উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনও প্রস্তুত। পূজার মধ্যেই রাজ্যে আসছে ২৭ কোম্পানি আধা-সেনা। চার কেন্দ্রেই থাকছে কমিশনের পর্যবেক্ষক দলও। 

এই ভোট হবে ইভিএমে। চার কেন্দ্রেই ভোট গণনা হবে ২ নভেম্বর। 

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু