হোম > বিশ্ব > ভারত

জন্মদিনে রেস্তোরাঁকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা, ছুরিকাঘাতে নিহত তরুণ

ভারতের দিল্লিতে নিজের জন্মদিন পালনে বন্ধুদের সঙ্গে নিয়ে একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন যতীন নামে ২৩ বছরের এক তরুণ। কিন্তু সেই আনন্দোৎসব শিগগিরই পরিণত হয়ে বিষাদে। কারণ, রেস্তোরাঁর এক কর্মীর ছুরিকাঘাতে নিহত হন তিনি। পরে পুলিশ ওই রেস্তোরাঁ কর্মীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির শহরতলির পিতমপুরা এলাকায় গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তারা এরই মধ্যে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে এবং রেস্তোরাঁর মালিকসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে। 
 
পুলিশ বলেছে, যতীন ও তাঁর বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষের সূত্রপাত। সেই ঘটনার সূত্র ধরে রেস্তোরাঁটির এক কর্মী যতীনের বুকে ছুরিকাঘাত করে। এ সময় যতীনকে বাঁচাতে গিয়ে তাঁর দুই বন্ধু বারাদ ও প্রাসনও আহত হয়। 

পুলিশ আরও জানিয়েছে, তারা গত বুধবার ভোর সাড়ে ৬টার দিকে বিএম হাসপাতাল থেকে একটি জরুরি ফোনকল পান। তাদের জানানো হয়, সেই হাসপাতালে বুকে তিনটি ছুরিকাঘাতের ক্ষত নিয়ে একজন ভর্তি হয়েছেন। কল পাওয়ার পরপরই মঙ্গলপুরি পুলিশ স্টেশনের এসিপির নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, এটি খুবই সাদামাটা একটি দুর্ঘটনা। কিন্তু পরে জানা যায়, এটি আসলে ঝগড়ার ফলাফল। 

এই ঘটনায় এরই মধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, তারা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সাক্ষীদের জবানবন্দিও নেওয়া হবে শিগগির।

ট্রেনের ভাড়া বাড়ছে ভারতেও

ভারতে নিকাব বিতর্ক: কাজে যোগ দেননি সেই নারী চিকিৎসক

বন্ধু ট্রাম্পকে খুশি করতে মোদির ‘শান্তি’ বিল পাস, বিরোধীদের সমালোচনা

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি