হোম > বিশ্ব > ভারত

সোনিয়া-শশী থারুর সাক্ষাৎ, দলীয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন জল্পনা

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার দলটির সংসদ সদস্য শশী থারুর কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান। সোনিয়ার সঙ্গে শশীর সাক্ষাতের পরপরই দলীয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী অক্টোবরেই দলটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে দলীয় প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিল শুরু হবে এই সপ্তাহেই। তাই মনোনয়ন দাখিলের ঠিক আগের সময়টায় সোনিয়ার সঙ্গে শশী থারুরের সাক্ষাৎকে অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

দলের অন্যতম প্রভাবশালী নেতা শশী থারুর। তাঁর সঙ্গে যেমন গান্ধী পরিবারের সুসম্পর্ক রয়েছে তেমনি রয়েছে দলের বিরুদ্ধ মতাবলম্বী বলে খ্যাত জি-২৩ নেতাদেরও সঙ্গেও। শশী দলীয় প্রেসিডেন্ট পদে লড়তে পারেন এমনটা গুঞ্জন বেশ আগে থেকেই ছিল। যদিও তিনি এই বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। 

তবে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের আগে কংগ্রেসের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে করা এক পিটিশনের বিষয় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শশী লিখেন, ‘এতে এখনো পর্যন্ত ৬৫০ জন সই করেছেন। এ জাতীয় পিটিশনকে এগিয়ে নিতে পেরে তিনি খুশি।’ শশী থারুরের এই উদ্যোগ এমন সময়ে এল যখন কংগ্রেসের দলীয় প্রধান হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। দলের একটি বড় অংশই চান গান্ধী পরিবারের কেউ দলীয় প্রধান হোক আবার অনেকেই চান দলীয় প্রধান গান্ধী পরিবারের বাইরের কেউ হোক। 

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

দেবরের পর এবার গাঁজাসহ গ্রেপ্তার মধ্যপ্রদেশের মন্ত্রীর ভাই

পাকিস্তান আর গণতন্ত্র একসঙ্গে যায় না—ইমরান খানকে নিয়ে প্রশ্নের জবাবে ভারতীয় মুখপাত্র

বঙ্কিমের ‘বন্দে মাতরম’ নিয়ে লোকসভায় কংগ্রেসকে মোদির তীব্র আক্রমণ

কাজের চাপে মাঠকর্মীদের মৃত্যুতে ভ্রুক্ষেপ নেই ভারতীয় নির্বাচন কমিশনের

ভারতে ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক হচ্ছে, খেপেছে বিজেপি

আগুন দেখে ‘মেহবুবা মেহবুবা’ গান আরও জমে যায়—সেই আগুনই কেড়ে নিল ২৫ প্রাণ

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, নিহত অন্তত ২৩

ব্ল্যাক টি, জাফরান, দাবার বোর্ডসহ পুতিনকে মোদির যত উপহার