হোম > বিশ্ব > ভারত

সোনিয়া-শশী থারুর সাক্ষাৎ, দলীয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন জল্পনা

ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার দলটির সংসদ সদস্য শশী থারুর কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান। সোনিয়ার সঙ্গে শশীর সাক্ষাতের পরপরই দলীয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন করে গুঞ্জন চাউর হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী অক্টোবরেই দলটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তার আগে দলীয় প্রেসিডেন্ট পদে মনোনয়ন দাখিল শুরু হবে এই সপ্তাহেই। তাই মনোনয়ন দাখিলের ঠিক আগের সময়টায় সোনিয়ার সঙ্গে শশী থারুরের সাক্ষাৎকে অর্থবহ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

দলের অন্যতম প্রভাবশালী নেতা শশী থারুর। তাঁর সঙ্গে যেমন গান্ধী পরিবারের সুসম্পর্ক রয়েছে তেমনি রয়েছে দলের বিরুদ্ধ মতাবলম্বী বলে খ্যাত জি-২৩ নেতাদেরও সঙ্গেও। শশী দলীয় প্রেসিডেন্ট পদে লড়তে পারেন এমনটা গুঞ্জন বেশ আগে থেকেই ছিল। যদিও তিনি এই বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। 

তবে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের আগে কংগ্রেসের অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে করা এক পিটিশনের বিষয় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শশী লিখেন, ‘এতে এখনো পর্যন্ত ৬৫০ জন সই করেছেন। এ জাতীয় পিটিশনকে এগিয়ে নিতে পেরে তিনি খুশি।’ শশী থারুরের এই উদ্যোগ এমন সময়ে এল যখন কংগ্রেসের দলীয় প্রধান হওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। দলের একটি বড় অংশই চান গান্ধী পরিবারের কেউ দলীয় প্রধান হোক আবার অনেকেই চান দলীয় প্রধান গান্ধী পরিবারের বাইরের কেউ হোক। 

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর