হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকে হেরে যাচ্ছে বিজেপি, এগিয়ে কংগ্রেস

ডয়চে ভেলে

ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন বিজেপির থেকে অনেকটা এগিয়ে রয়েছে কংগ্রেস। কিছু আসনে অবশ্য কংগ্রেস ও বিজেপির মধ্যে প্রবল লড়াই হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্ণাটকে কংগ্রেস এগিয়ে। 

কর্ণাটকে ২২৪ সদস্যের বিধানসভায় সরকার গঠন করতে গেলে দরকার ১১৩টি আসন। কংগ্রেস এখন পর্যন্ত ১১৭টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে আছে ৭১টি আসনে। সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়ার দল জেডিএস এগিয়ে ৩০টি আসনে। এগিয়ে-পিছিয়ে থাকার এই প্রবণতা বজায় রাখলে কংগ্রেস আবার কর্ণাটকে সরকার গঠন করতে পারে। তবে পরিস্থিতি স্পষ্ট হতে আরও কিছুটা সময় লাগবে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কংগ্রেস গতবারের তুলনায় ৩৭টি আসন বেশি পেতে চলেছে। এই প্রবণতা বজায় থাকলে তারা বিজেপির থেকে ৩০টি আসন ও জেডিএসের থেকে ৭টি আসন ছিনিয়ে নিতে পারে। ভোট পাওয়ার হারও গতবারের থেকে ৫ শতাংশ বাড়াতে পেরেছে কংগ্রেস। 

কর্ণাটক হলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের রাজ্য। তিনি এখানে মাটি কামড়ে পড়ে ছিলেন। রাহুল গান্ধীও কর্ণাটকে ১২ দিন সময় দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী ২৬টি জনসভা ও রোড শো করেছেন। সোনিয়া গান্ধী পর্যন্ত অনেক দিন পর ভোটের প্রচারে নেমেছেন। 

সবচেয়ে বড় কথা, কর্ণাটকে কংগ্রেসের রাজ্য নেতারা খুবই শক্তিশালী। প্রদেশ কংগ্রেস সভাপতি শিবকুমার খুবই দক্ষ সংগঠক। সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার জনভিত্তি আছে। ভোটের আগে বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং উপমুখ্যমন্ত্রী সাভাড়ি কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং ভোটে লড়েছেন। 

অন্যদিকে বিজেপির প্রচারে সবচেয়ে বড় মুখ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ও অমিত শাহ সবচেয়ে বেশি জনসভা ও রোড শো করেছেন। রাজ্য নেতাদের মধ্যে প্রার্থী করা নিয়ে প্রচুর ক্ষোভ ছিল। আর ভোট সমীক্ষাগুলোর মতে, মানুষের ক্ষোভ ছিল দুর্নীতি, চাকরি না পাওয়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে