হোম > বিশ্ব > ভারত

ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

কলকাতা প্রতিনিধি

ভারতে আবারও দ্রুত গতিতে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজারেরও বেশি মানুষ নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ২৪ জনের। এ নিয়ে দেশটিতে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৮৪৬ জনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 

নতুন করে মারা যাওয়া ২৪ জনের মধ্যে কেরালার ৯ জন, মহারাষ্ট্রের ৬ জন, দিল্লির ৫ জন এবং পশ্চিমবঙ্গের ৩ জন। এ নিয়ে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ২২৩ জনে। এর মধ্যে, সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যটিতে করোনাভাইরাস সংক্রমণের মারা যাওয়া লোকের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৯৪০ জন। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে মারা গিয়েছেন ২১ হাজার ২২৫ জন। 

এদিকে, নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। দেশটির রাজধানী দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। না পরলেই আদায় করা হচ্ছে ৫০০ রুপি জরিমানা। 

ভারতীয় রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক প্রভৃতি রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরাতেও সংক্রমণ আবারও শুরু হয়েছে। 

এই অবস্থায় বিশেষজ্ঞরা মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চালার ওপর গুরুত্ব আরোপ করেছেন। সেই সঙ্গে সব নাগরিককে টিকার আওতায় আনার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতে এ পর্যন্ত ১৯১ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৮৪ কোটিরও বেশি নাগরিক করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ পেয়েছেন। 

কুয়াশার কারণে পশ্চিমবঙ্গের জনসভায় গেলেন না নরেন্দ্র মোদি

আসামে মধ্যরাতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, রক্ষা পেলেন যাত্রীরা

বাংলাদেশ প্রসঙ্গে বাজপেয়ির ‘সেই বক্তব্য’ সামনে আনলেন শশী থারুর

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ

ভারতীয়দের বিরুদ্ধে এইচ-১বি ভিসায় ব্যাপক জালিয়াতি ও ঘুষের অভিযোগ

বর্তমান বাংলাদেশ একাত্তরের পর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ: ভারতের সংসদীয় কমিটি

অবসরের আগে ফরমায়েশি রায়, বিচারকদের অসততায় উদ্বিগ্ন ভারতের প্রধান বিচারপতি

মুসলিম স্ত্রীকে নিয়ে বিবাদ, ভারতে বাবা-মাকে মেরে খণ্ডিত দেহ নদীতে ফেলল ছেলে

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

নিকাব বিতর্ক: মুখ্যমন্ত্রী ও মন্ত্রীর বিরুদ্ধে সমাজবাদী পার্টির নেত্রীর থানায় অভিযোগ