হোম > বিশ্ব > ভারত

ভারতের রাফাল ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স: সিএনএন

আজকের পত্রিকা ডেস্ক­

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে অচেনা বিমান বিধ্বস্ত। ছবি: এএফপি

ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফরাসি গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, তারা নিশ্চিত যে পাকিস্তান ভারতের অন্তত একটি রাফাল গুলি করে ভূপাতিত করেছে। তবে, পাকিস্তান যে তিনটি রাফাল ভূপাতিতের দাবি করছে, সে বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।

গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে আকস্মিক হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের ওই অভিযানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার ৯টি স্থানে হামলা চালায় ভারত। মূলত এই হামলার প্রতিক্রিয়ায়ই ভারতের যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে। গতকাল বুধবারই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান। যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

এদিকে, ভারতের পাঞ্জাব ও কাশ্মীরে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। পাঞ্জাবের বাঠিন্ডার বাসিন্দারা জানান, হঠাৎ একটি বিমান স্থানীয় মাঠে পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এক শ্রমিক নিহতও হয়েছেন। এ ছাড়া জম্মু-কাশ্মীরের ইউহান এলাকায়ও পাওয়া গেছে বিমানের ধ্বংসাবশেষ।

বার্তা সংস্থা এপি ও রয়টার্স সেই ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে, যা বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্ভবত একটি রাফাল বা মিরেজের ‘ড্রপ ট্যাংক’। ভারত এখনো তাদের কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার না করলেও, আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের সূত্র জানিয়েছে, দুই থেকে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

এদিকে, ভারতের সংবাদ সংস্থা পিআইবি বলছে, যুদ্ধকে কেন্দ্র করে অনলাইনে অনেক ভুল খবর ও ছবি ছড়ানো হচ্ছে। যুদ্ধবিমান বিধ্বস্তের খবরটিকেও তেমনই কিছু বলে ইঙ্গিত করা হচ্ছে। ভারত ২০১৬ সালে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছে, যার মূল্য প্রায় ৭৮০ কোটি ইউরো।

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত

পারমাণবিক সাবমেরিন থেকে ৩৫০০ কিমি পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের