হোম > বিশ্ব > ভারত

বিজেপি মোটেই অপরাজেয় নয়

কলকাতা প্রতিনিধি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি মোটেই অপরাজেয় নয়। উপনির্বাচনের ফলাফলে সেটিই প্রমাণিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের উপনির্বাচনে জয়লাভের পর এমন কথাই বলছে। উপনির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত ভারতের আন্দোলনরত কৃষকরাও। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের বিবৃতির লড়াইটা এখনো চলছে। 

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের আগে ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বিজেপির খারাপ ফলে উৎসাহিত বিরোধীরা। বিশেষ করে হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থানে বিজেপির খারাপ ফল কৃষক নেতাদের উৎসাহিত করছে। তবে উত্তর পূর্ব ভারতে বিজেপি ও তাঁদের জোট সঙ্গীরা ভালো ফল করায় কংগ্রেস মোটেই উচ্ছ্বসিত নয়। 

পশ্চিমবঙ্গে ৪-০ ব্যবধানে উপনির্বাচনে জিতেই বিজেপি বিরোধী সর্বভারতীয় রাজনীতিতে তৃণমূল নিজেদের আধিপত্য বিস্তারে মরিয়া। তাই কংগ্রেসকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এদিন মন্তব্য করেন, '২২-২৩ তেইশ বছরের নাতি-নাতনিকে দাদু-ঠাকুমারা কী করতে হবে বলে দেবেন, সেই সময় এখন আর নেই৷' শতাব্দী প্রাচীন কংগ্রেসের তুলনায় তৃণমূলের জন্ম মাত্র ২২-২৩ বছর আগে। 

একই সঙ্গে তিনি বলেন, 'উপনির্বাচনের ফলাফলে প্রমাণিত হয়েছে, কেউই অপরাজেয় নয়। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের বিজেপিকেও হারানো সম্ভব৷' আর সেই কারণেই বিরোধীদের জোটবার্তা দেন তিনি। তবে কংগ্রেসের দাদাগিরি মানতে রাজি নয় তৃণমূল। 

কংগ্রেস অবশ্য পাল্টা দাবি করেছে, তৃণমূল আসলে বিজেপিকেই খুশি করতে চায়। লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী মন্তব্য করেন, তৃণমূলকে ঠিক করতে তারা আসলে কাকে শক্তিশালী করতে চান। কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী ঐক্য যে সম্ভব নয় সেটাও তিনি বুঝিয়ে দেন। 

বিজেপি অবশ্য উপনির্বাচনের ফলাফলকে মোটেই হতাশাজনক বলে মনে করছে না। দলের সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতে, তৃণমূলের ভারত জয়ের স্বপ্ন আসলে দিবাস্বপ্ন। নরেন্দ্র মোদীর বিকল্প কাউকে নাকি দেশবাসী ভাবতেই পারছেন না। 

অন্যদিকে, ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েতের মতে, বিরোধীদের এই জয় কৃষক আন্দোলনেরই সুফল। বিশেষ করে হিমাচল প্রদেশ, হরিয়ানা ও রাজস্থানে বিজেপি হেরেছে কৃষক বিরোধী নীতির জন্য। তিনি জানান, দেশ জুড়ে আন্দোলন আরও তীব্র করবেন কৃষকেরা।

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে

মাওবাদীদের ‘মস্তিষ্ক’খ্যাত গণেশ উইকে এনকাউন্টারে নিহত